নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দী ইউনিয়নে এক গৃহবধূকে (২০) বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে উপজেলার তমরদ্দী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন ফজল আলী হেলাল (২৫), মিরাজ (২৮) ও নেজাম (৫০)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে তমরদ্দী ১ নম্বর ওয়ার্ডের এক গহবধূ (২০) টয়লেটে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়। পরে সেখানে আগে থেকে অবস্থান করা ফজল আলী হেলাল গৃহবধূর মুখ চেপে ধরে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে থাকা মিরাজ ও নেজামকে নিয়ে ওই গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যান তারা।
এ বিষয়ে হাতিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গণধর্ষণের অভিযোগ এনে ওই গৃহবধূ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের বিচারিক আদালতে প্রেরণের কথা রয়েছে।