Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

৪০০ পর্বে ‘বউ শাশুড়ি’

টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালিত ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’। তারকাবহুল নাটকটির ৪০০ তম পর্ব প্রচার হতে যাচ্ছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে এটি।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহমেদ, অনামিকা, গুলশান আরা প্রমুখ।

গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান নিয়েই আমাদের সংসার। সংসার সুখের হবে এমনটাই স্বাভাবিক। কিন্তু অনেক সংসারে সুখ যেন সোনার হরিণ। বউ-শাশুড়ির সম্পর্কই এর মূল কারণ। বউ-শাশুড়ির এ যুদ্ধটা এখন যেন সামাজিক ব্যাধি। তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন নিত্যনৈমিত্তিক বিষয়। ছেলে কার মন রক্ষা করবে, মা নাকি স্ত্রীর? এসব নিয়ে সংসারে শুরু হয় প্রতিযোগিতা, দ্বন্দ্ব, অশান্তি। এসব বিষয়বস্তুকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটির কাহিনি।’

এমন গল্প নিয়ে নাটক রচনার কারণ ব্যাখ্যা করে টিপু আলম মিলন বলেন, ‘এমন ঘটনা অনেক পরিবারে বিরাজমান। অথচ শাশুড়ি যদি তার ছেলের বউকে মেয়ের মতো আর বউ যদি তার শাশুড়িকে মায়ের মতো মনে করতো তাহলে এমন অশান্তি আর দেখা যেত না। শাশুড়িরা নিজের মেয়েকে রাজরানি এবং ছেলেবউকে চাকরানি মনে করেন। তারা যদি সবাইকে সমান চোখে দেখেন তাহলে আর এমন হয় না। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই বউ-শাশুড়ি নাটকের গল্পটি লেখা।’

সপ্তাহের শনি, রবি, সোমবার রাত ৮টা ৪০ মিনিট ও রাত ১১টায় বৈশাখী টিভিতে প্রচার হয় ধারাবাহিকটি।