Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

‘আগে অপরিহার্য কিছু নাম ছিল, এখন কিছু নেই’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান সাফ জানিয়েছেন, দলে জায়গা পাকা আছে এমন ভাবনা নিয়ে থাকলে যেকোনো ক্রিকেটারই ভুল করবে। পারফরম্যান্স খারাপ করলে যে কারোরই বাদ পড়তে হবে। আগে দলে অপরিহার্য কিছু নাম ছিল। এখন তা নেই। পারফরম্যান্সের ওপরই মূল্যায়িত হবে দলে জায়গা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) মিরপুরে নাজমুল হাসান বলেছেন, ‘ওরা কাকে খেলাবে আমি এখনো নিশ্চিত না। আগে যেমন অপরিহার্য কিছু নাম ছিল, এখন আর অপরিহার্য বলে কিছু নেই। অপশনগুলো অনেক বেশি এখন। এটা একটা ভালো দিক।’

সম্প্রতি মোস্তাফিজের বোলিংয়ে তেমন ধার নেই। শেষ দিকে বেশ ব্যয়বহুল হয়ে যাচ্ছেন বাঁহাতি পেসার। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো করতে না পারায় দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল। এর আগে এশিয়া কাপে তার পারফরম্যান্স ছিল আঁটসাঁট। তার বোলিং নিয়ে বোর্ড প্রধান উদ্বিগ্ন হলেও শিগগিরিই ফর্মে ফিরবে বলে বিশ্বাস করেন, ‘মোস্তাফিজ তো নিঃসন্দেহে আমাদের এক নম্বর পছন্দ। আমাদের ধারণা সে কামব্যাক করবে, উচিত। যে মেজর শক্তি ওর ছিল সেটা ইদানিংয়ের ম্যাচে ওর থেকে দেখছি না। তবে সে ফিরবে, ঠিক হয়ে যাবে।’

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ ওপেনিংয়ে এখনও থিতু হতে পারেননি কেউ। মিরাজ সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিলেন সাব্বির উল্টো পথে। নাজমুল হাসান পাপন জানালেন, দলের আদর্শ সমন্বয় পেতে আসন্ন ত্রিদেশীয় (নিউ জিল্যান্ডে) সিরিজেও নানান কিছু বাজিয়ে দেখবেন তারা, ‘আসলে ওপেনিং পরীক্ষা করে চেষ্টা করছে তারা। আমি যখন প্রথম শুনলাম আজকে নামবে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির। আমি তো অবাক। আমি খালি বলেছিলাম—আমি কখনো সাব্বিরকে ওপেন করতে শুনিনি,দেখিনি। আমার ধারণা এইগুলা ট্রায়াল দিচ্ছে, চেষ্টা করছে। নিউ জিল্যান্ডে গিয়ে আরও কিছু চেষ্টা করবে। তারপর ঠিক করবে। বিশ্বকাপে যে দলটা খেলবে। এটাকেই আমরা  কন্টিনিউ করব টানা এক বছর পরের বিশ্বকাপ পর্যন্ত।’

বিশ্বকাপ দলে নাজমুল হাসান শান্তকে রাখা হলেও তাকে সংযুক্ত আরব আমিরাতে খেলানো হয়নি। এই জায়গায় স্ট্যান্ডবাই হিসেবে আছেন সৌম্য সরকারও। বিশ্বকাপের আগে তাদের সুযোগ আসতে পারে এমন ধারণা দিয়ে রাখলেন নাজমুল হাসান, ‘এখন যদি লেফট-রাইট অপশনে খেলাতে হয় তাহলে অভিজ্ঞতার বিচারে সৌম্য এগিয়ে। কিন্তু সে তো এতদিন আমাদের জাতীয় দলের সঙ্গেই নেই। হঠাৎ করে কিভাবে খেলবে। এদিকে টেস্টে অভিজ্ঞতা আছে শান্তর। এই অভিজ্ঞতার দিক থেকে কিছুটা লোড সঙ্গে রাখা হলো। এখন অস্ট্রেলিয়ায় যদি অভিজ্ঞতার দরকার হয় তাহলে এই অপশন রইল।’