Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

আইটিতে সফল উদ্যোক্তা রনি খান


সময়ের কণ্ঠস্বর ডেস্ক: পড়াশোনার পাশাপাশি ২০০৮ সালে ইউটিউব মার্কেটার হিসেবে কাজ শুরু করেছিলেন। গুগলে বাংলাদেশের ম্যাপ সংযুক্তকারী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ম্যাপ মেকার হিসেবে কাজ করছেন তিনি। দীর্ঘ ১৪ বছর লাভক্ষতির হিসেব কষে দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রম করে এখন একজন সফল উদ্যোক্তা রনি খান।

বর্তমানে যুক্তরাজ্যে প্রবাসী এই যুবক গড়ে তুলেছেন আইটি বিষয়ক প্রতিষ্ঠান ‘ইজি অ্যান্ড র‍্যাপিড’। সফল উদ্যোক্তা, আইটি বিশেষজ্ঞ ও মোটিভেশনাল স্পিকারের তালিকায় তার নাম অন্যতম।

জানা যায়, ১৯৮৫ সালের ১৩ ডিসেম্বর মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বিতে জন্ম নেওয়া রনি ২০২০ সালে অ্যাক্রিডিটিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ব্যুরো অফ লন্ডন, যুক্তরাজ্য থেকে বিজনেস ম্যানেজমেন্ট-এর ওপর বিশেষ ডিপ্লোমা শেষ করেছেন। বর্তমানে স্ত্রী-কন্যাসহ যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন।

এর আগে সে কিশোর বয়সেই একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি পান। তবে শুরুর দিকে ২০০৯ সালে তিনি ইতালিতে পারি জমান। সেখানে তিনি ডিজিটাল মার্কেটার হিসেবে ইউটিউব এবং গুগলের সঙ্গে কাজ করছেন।

রনি খান বলেন, আমি যুক্তরাজ্যে বসবাস করলেও বছরের আট-নয় মাস বাংলাদেশেই থাকি। কারণ আমার প্রতিষ্ঠান ‘ইজি অ্যান্ড র‍্যাপিড’-এর মাধ্যমে আমার জেলার ও আমার দেশের মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে। ইতিমধ্যে আমার প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় শতাধিকের বেশি মানুষ আর্থসামাজিক ভাবে উপকৃত ও স্বাবলম্বী হয়েছে।

তিনি আরও জানান, ‘ইজি অ্যান্ড র‍্যাপিড’ প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত পরামর্শদাতা প্রতিষ্ঠান হলেও এই প্রতিষ্ঠানের অধীনে বেশ কিছু ব্যবসায়িক প্রকল্প রয়েছে, তার ভেতর উল্লেখযোগ্য হলো, ইজি অ্যান্ড র‍্যাপিড সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এবং সিটি শপি ডট কম নামে ই-কমার্সসহ বেশ কিছু প্রকল্প। ভবিষ্যতে মাদারীপুর জেলায় ইন্টারনেট সেবাদানের প্রকল্প চালু করার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।