Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

আমাদের কী করা উচিত, সেটা বলতে এসো না: গাভাস্কার

আমাদের কী করা উচিত, সেটা বলতে এসো না: গাভাস্কার

আমাদের কী করা উচিত, সেটা বলতে এসো না: গাভাস্কার

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ক্রিকেট বিশ্বে প্রতিনিয়তই চলছে নানা বিতর্ক। অনেকের কাছে আইপিএল নাকি বিশ্বকাপের চেয়েও গুরুত্বপূর্ণ। আবার অন্যদের মতে, আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটকেই ধ্বংস করে দিচ্ছে।

সম্প্রতি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে দল কিনে নেওয়া সমালোচনা আরও বেড়ে গেছে। তাহলে কি বিশ্ব ক্রিকেটকে গ্রাস করবে আইপিএল? ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতি আসরেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রচুর ক্রিকেটার খেলে থাকেন। 

সেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেট সংশ্লিষ্টরাই আইপিএল বিরোধী প্রতিবাদ করছেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ও ইংল্যান্ডের দ্য হানড্রেডের সূচির সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের টি-২০ লিগের সূচি। তাই সমালোচনা হচ্ছে। এসব সমালোচনা অবশ্য মোটেও ভালো লাগছে না সুনীল গাভাস্কারের।

কিংবদন্তি ভারতীয় ওপেনার কলামে লিখেছেন, “যেভাবেই হোক আগে নিজেদের স্বার্থের দিকে নজর দাও। কিন্তু দয়া করে আমাদের কাজে নাক গলিও না এবং আমাদের কী করা উচিত, সেটা বলতে এসো না। আমরা আমাদের স্বার্থ দেখব আর এটা তোমরা যেভাবে বলবে, তার চেয়ে ভালোভাবেই করতে পারব।” 

গাভাস্কার বলেন, “অন্য দলগুলোর ক্রিকেট সূচির জন্য আইপিএল বাধা হয়ে দাঁড়ানোটা মজার বিষয়। যখনই দক্ষিণ আফ্রিকা আর আমিরাতের টি-টোয়েন্টি লিগের খবর আসতে শুরু করেছে, তখনই পুরনো পরাশক্তিগুলোর (ইংল্যান্ড-অস্ট্রেলিয়া) গলার জোর বেড়ে গেছে।”