Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

আন্দোলনে ঢাকাকে গুরুত্ব দিতে তৃণমূল নেতাকর্মীদের তাগিদ

সরকার পতনের এক দফা আন্দোলনের আগে ঢাকা মহানগরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানোর জন্য আহ্বান জানিয়েছেন রাজশাহী, রংপুর ও কুমিল্লা বিভাগের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। তারা বলেন, বিগত দুটি আন্দোলন ঢাকা মহানগরের ব্যর্থতার জন্য সফল হতে পারেনি বিএনপি। তবে আগের মহানগর কমিটির চেয়ে এবারের কমিটি অনেক বেশি তৎপর। এরপরও আন্দোলন শুরুর আগে গুরুত্বপূর্ণ এই ইউনিটকে সর্বোচ্চ শক্তিশালী করতে হবে। সারাদেশে আন্দোলনের সফলতাকে কার্যকরী করতে ঢাকা মহানগরকেই দায়িত্ব নিতে হবে। তাহলে এবারের আন্দোলন সফল হবে বলে মনে করছেন তারা।

সোমবার (৩ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই তিন বিভাগের নেতাদের সঙ্গে বৈঠককালে তারা এসব কথা বলেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জেলা ও মহানগর পর্যায়ে সভাপতি-আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

জেলা ও মহানগর নেতারা বলেন, আন্দোলন কিংবা কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগি সংগঠনকে বিএনপির সঙ্গে সমন্বয় করার উদ্যোগ নিতে হবে। অনেক ক্ষেত্রে বিএনপির নেতাদের সঙ্গে ওইসব অঙ্গ সংগঠনের নেতাদের দূরত্ব রয়েছে। তারা দলের চেইন অব কমান্ড মানতে নারাজ। এতে কর্মসূচি বাস্তবায়নে অনেক বেগ পেতে হয় বলেও নেতাদের অভিযোগ।

দ্রব্যমূল্য উর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বাড়ানো এবং সারাদেশে নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঘোষিত বিভাগীয় গণসমাবেশ সফল করতে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পর্যালোচনা, আন্দোলনের কর্মসূচি জেলা ও মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতামত নিতে এই ধারাবাহিক বৈঠক করছে বিএনপি।

মঙ্গলবার (৪ অক্টোবর) ঢাকা, বিরশাল ও ফরিদপুর বিভাগের নেতাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে।

গত বুধবার ১০ সাংগঠনিক বিভাগে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। আগামী ১২ অক্টোবর থেকে এই সমাবেশ শুরু হবে। শুরুর দিন চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং সবশেষে ১০ ডিসেম্বর ঢাকায় হবে সমাবেশ। এসব সমাবেশসহ সকল কর্মসূচি সফল করতে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন সফল করার নির্দেশও দেন দলটির শীর্ষ নেতা।

সভায় সাংগঠনিক বিভাগে ঘোষিত সমাবেশে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি চায় বিএনপি হাইকমান্ড। এজন্য নানা দিক-নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে জেলা ও মহানগরে কোন কোন্দল থাকলে তা সমাধানের ওপর জোর দেন হাইকমান্ড। সমাবেশে সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার বিষয়ে যা যা করার দরকার, তা করতে নেতাদের নির্দেশও দেন।

একাধিক নেতা বলেন, সভায় দ্রব্যমূল্য, জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির মতো ইস্যুতে কর্মসূচি ঘোষণা করায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। একইসঙ্গে সারাদেশে কমিটি পুনর্গঠন প্রক্রিয়ায় এবং কেন্দ্রের কড়া নজরদারিতে কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি অনেক বেড়েছে। এটা অব্যাহত রাখতে হবে এবং জন ইস্যুতে আরো কর্মসূচি দিতে হবে।

এমকে