Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

আরিয়ানের যে কথায় অবাক হয়েছিলেন তদন্তকারী অফিসার

আরিয়ানের যে কথায় অবাক হয়েছিলেন তদন্তকারী অফিসার

 আরিয়ানের যে কথায় অবাক হয়েছিলেন তদন্তকারী অফিসার

বিনোদন ডেস্ক: মা'দক-মামলা থেকে সপ্তাহ দু’য়েক আগে মুক্তি পেয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। মা'দক-কাণ্ডের তদন্তে গঠিত ‘সিট’-এর তরফে ক্লিনচিট দেওয়া হয়েছে তাঁকে। এ বার আরিয়ানের জেরা-পর্বে তাঁর সঙ্গে কথোপকথন নিয়ে মুখ খুললেন সিট প্রধান সঞ্জয় সিংহ।

একটি সংবাদমাধ্যমকে আইপিএস অফিসার সঞ্জয় জানিয়েছেন, জেরা-পর্বে আরিয়ান তাঁকে বলেন, ‘স্যর, আপনি আমাকে এক জন আন্তর্জাতিক মা'দক পা'চারকারী হিসাবে চিহ্নিত করেছেন। 

বলা হচ্ছে, আমি মা'দক পাচার করে টাকা রোজগার করি। এটা কি ভিত্তিহীন নয়? ওরা (মুম্বই উপকূলে প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি) আমার কাছে কোনও মা'দক খুঁজে পায়নি। তবুও সে দিন আমাকে গ্রেফতার করা হয়েছিল।’

সঞ্জয়ের দাবি, শাহরুখ-পুত্রের কিছু কথা তাঁকে অবাক করেছিল। আরিয়ান সরাসরি তাঁকে বলেছিলেন, ‘স্যর, আপনি আমার সঙ্গে বড় অন্যায় করেছেন। আমার সুনাম নষ্ট করেছেন। কেন আমাকে এত সপ্তাহ জেলে কাটাতে হয়েছিল? 

সত্যিই কি আমার এটা প্রাপ্য ছিল?’ ওই সাক্ষাৎকারে সঞ্জয় জানান, শাহরুখও তদন্তপর্বে তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তদন্ত চলাকালীন কোনও অভিযুক্তের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে বলে তিনি দেখা করেননি।

প্রসঙ্গত, ২০২১ সালের ২ অক্টোবর মুম্বই উপকূলে প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করেছিল এনসিবি। প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিনে ছাড়া পান তিনি। প্রাথমিক ভাবে মা'দক চোরাচালান-চক্রে জড়িত থাকার অভিযোগ তুললেও পরে আরিয়ানের বিরুদ্ধে সেই অভিযোগ প্রত্যাহার করে এনসিবি।-আনন্দবাজার