Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

অনুব্রত এখানে আসবে কবে? জেলে অধীর অপেক্ষায় পার্থ

অনুব্রত এখানে আসবে কবে? জেলে অধীর অপেক্ষায় পার্থ

অনুব্রত এখানে আসবে কবে? জেলে অধীর অপেক্ষায় পার্থ

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল বৃহস্পতিবার গরুপাচার মামলায় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডলের গ্রেফতারি নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতি। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা সিবিআই তাকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার বিকাল কলকাতার প্রেসিডেন্সি জেলের ‘পহেলা বাইশ’ ওয়ার্ডের দু’নম্বর সেলের বাইরে হাঁটাচলা করছিলেন সেখানকার আবাসিক রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পদাধিকারী পার্থ চট্টোপাধ্যায়। 

এমন সময়ই খবর পেলেন, ‘অনুব্রত মণ্ডল গ্রেফতার’। বীরভূম জেলা তৃণমূল সভাপতির গ্রেফতারির খবর পার্থের কানে পৌঁছে দেন কারারক্ষীরা। খবর শুনেই ঘাড় ঘুরিয়ে রক্ষীদের পার্থ জিজ্ঞাসা করেন, ‘‘অনুব্রত কি এই জেলেই আসবে?’’

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’ মামলায় গত ২২ জুলাই শুক্রবার পার্থর নাকতলার বাড়িতে নাটকীয় ভাবে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সে দিন সকালে সাড়ে সাতটা নাগাদ কেন্দ্রীয় বাহিনী দিয়ে পার্থর বাড়ি ঘিরে ফেলেছিল তদন্তকারী সংস্থা। সে দিনই মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। 

২০ দিনের মাথায় খানিকটা একই কায়দায় ডেরা থেকে অনুব্রতকে পাকড়াও করল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার রাখিবন্ধনের দিন সকালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বোলপুরে তৃণমূলের ‘কেষ্ট’র বাড়ি ঘিরে ফেলেন সিবিআই কর্মকর্তারা। 

ঘণ্টাখানেক পর গরুপাচার মামলায় তৃণমূলের ‘দাপুটে নেতা’কে আটক করে গাড়িতে তোলেন তারা। বর্তমানে ১০ দিনের সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত। গভীর রাতে অনুব্রতকে কলকাতার নিজাম প্যালেসে (যেখানে সিবিআই দফতর) এনেছে সিবিআই। আর এখবর শোনার পর থেকে অনুব্রত এখানে আসবে কবে? জেলে অধীর অপেক্ষায় পার্থ।