Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

অস্ট্রেলিয়া ম্যাচে ‘অনিশ্চিত’ দি মারিয়া


স্পোর্টস আপডেট ডেস্ক: কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শনিবার (৩ ডিসেম্বর) রাতে মাঠে নামবে আর্জেন্টিনা। যেখানে প্রতিপক্ষ এশিয়ার দল অস্ট্রেলিয়া।

এবারের বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের পর টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো নিশ্চিত করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন। মেক্সিকোকে হারানোর পর শেষ ম্যাচে পোল্যান্ডকেও একই ব্যবধানে পরাজিত করে লিওনেল স্কালোনির শিষ্যরা।

দারুণ জয়ের পর আর্জেন্টিনার বিশ্রামের সুযোগ মিলছে না খুব একটা। দুদিনের বিরতির পরই নামতে হচ্ছে নকআউটের লড়াইয়ে। তবে তার আগেই বড় দুঃসংবাদ শুনতে হয়েছে আলবিসেলেস্তেদের।

পোল্যান্ডের ম্যাচে চোট পেয়েছে মাঠ ছেড়েছেন দলের সেরা তারকা অ্যাঞ্জেলো ডি মারিয়া। তাই শনিবার (৩ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউটের ম্যাচে অনিশ্চিত এই তারকা। চোটের সঙ্গে লড়াই করেই বিশ্বকাপে খেলতে নেমেছিলেন ডি মারিয়া। তবে আবারও সেই ইনজুরি ফিরে এসেছে।

গত বুধবার (৩০ নভেম্বর) পোলিশদের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি মারিয়াকে তুলে নেন স্কালোনি। প্রথমার্ধে ভালো সুযোগ তৈরি করা মারিয়াকে হঠাৎ উঠিয়ে নেয়ায় খটকা ছিল কিছুটা। চোটের শঙ্কা নয় তো! ম্যাচ শেষে স্কালোনি সেই শঙ্কাই সত্যি করে জানালেন, ঊরুর পেশিতে অস্বস্তি অনুভব করছিলেন মারিয়া।

ম্যাচের ৫৯তম মিনিটে ডি মারিয়াকে উঠিয়ে নেয়া প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ পরে জানান, তাকে নিয়ে উদ্বেগ ছিল তাদের। তিনি বলেন, সে ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল, তাই আমরা তাকে তুলে আনি। সবাই জানে সে গুরুত্বপূর্ণ। এমন একজনের খেলা চালিয়ে যাওয়া ঠিক নয়, যার আঘাত পাওয়ার শঙ্কা রয়েছে।

শনিবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট রাউন্ডে খেলবে স্কালোনির দল। দি মারিয়াকে সেই ম্যাচে পাওয়া যাবে কি না, এমন প্রশ্ন উঠেছিল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে।

স্কালোনির উত্তরে দি মারিয়া খেলবেন কি না, সে বিষয়ে অবশ্য পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি, ‘গতকাল আমরা পুরোদমে অনুশীলন করিনি। মূলত আমরা অস্ট্রেলিয়া দলটাকে নিয়ে বিশ্লেষণ করেছি। আজ অনুশীলনের পর একটা পরিষ্কার ধারণা পাব। দি মারিয়া ও অন্য ফুটবলারদের মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নেব। যদি ফিট থাকে, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।’