Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বাজার মূলধন বেড়েছে ৯ হাজার কোটি টাকা

দেশের শেয়ারবাজার ইতিবাচক ধারায় ফিরেছে। গত সপ্তাহে বাজারে সূচক, লেনদেন বাড়লেও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ২৭৬ কোটি ৫৯ লাখ টাকা।

শনিবার (৫ নভেম্বর) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গেলো সপ্তাহের শুরুতে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ ১৫ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন ডিএসইতে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৪ হাজার ২৯৮ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকা।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৪৯ হাজার ৩৩৩ কোটি ৮৪ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন সিএসইতে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৩ হাজার ৭৭৭ কোটি ৫১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৪৪৩ কোটি ৬৭ লাখ টাকা।

দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ২৭৬ কোটি ৫৯ লাখ টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৮৮৯ কোটি ১৭ লাখ ৩১ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪১০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৪০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ২ হাজার ২৫২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গেলো সপ্তাহে ৩৮৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১২১টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২২টির শেয়ার ও ইউনিটের দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ১৫৬ কোটি ৩৮ লাখ ১২ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯২ কোটি ২০ লাখ ৩৯ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ১৭ লাখ ৭৩ হাজার  টাকা।

সিএসইতে গেলো সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৪৫ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৯৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১১৬টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টি শেয়ার ও ইউনিট দর।