Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে!

বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে!

বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে! পরিসংখ্যান যা-ই বলুক টাইগার বাহিনীর সক্ষমতা আছে বিশ্বের যে কোন দলকে হারানোর! একেবারে নাকের ডগায় চলে এসছে ক্রিকেটের অন্যতম বড় আসর এশিয়া কাপ। 

একটা বড় ধাক্কা সামাল দিতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব ইস্যুর একটু সুন্দর সুরাহ হয়েছে। আরও পড়ুন: যা কখনও আশা করেনি এমন সুখবর পেলেন টাইগাররা!

নতুন করে সাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়া কাপ খেলতে যাবে টাইগাররা। টানা হারে দলটার আত্মবিশ্বাস তলানীতে। তাই টুর্নামেন্টটা বড় চ্যালেঞ্জই বয়ে আনবে। 

বিশেষ করে এশিয়া কাপের প্রথম রাউন্ড পার হওয়াই মূল চ্যালেঞ্জ সাকিব বাহিনীর সামনে। আরও পড়ুন: ড্রাগন ফল খেলে কী হয় জানেন? রীতিমতো অবাক হবেন!

প্রথম পর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সুপার ফোর রাউন্ডে খেলতে হলে দুই ম্যাচে অন্তত একটি জয় লাগবেই।বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের আশা, সুপার ফোর পর্বে খেলবে সাকিবের দল। এমনকি টুর্নামেন্টের ফাইনাল খেলতে চান তিনি।

এদিকে মিরপুর স্টেডিয়ামে গতকাল বিসিবির এ পরিচালক বলেছেন, ‘এশিয়া কাপের দ্বিতীয় পর্বে যাওয়া নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন, যেহেতু আমরা এই ফরম্যাটে ভালো করছি না। কিন্তু আমি বিশ্বাস করি আমরা এটা পারব। ফরম্যাট ৫০ ওভার হোক বা টি-২০, আমরা ফাইনালটা অবশ্যই খেলতে চাই।’

সুজন আরো বলেন, ’প্রথম রাউন্ডে দুই ম্যাচই জিততে চান সুজন। সে অনুযায়ী নাকি প্রস্তুতি নিচ্ছে টাইগাররা, ‘আমাদের প্রথম দুইটা ম্যাচ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। ম্যাচগুলো আমরা জিততে চাই। শারজা ও দুবাইতে খেলা। ওখানকার কন্ডিশন আমরা জানি। ওখানে কি হবে আমরা জানি। ওরকম মাথায় রেখেই আমরা পরিকল্পনা করছি।’