Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

বগুড়ার শেরপুরে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় দুটো ভটভটির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগাবটতলা ইতালিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শাহবন্দেগি ইউনিয়নের সেরুয়া গরড়রবাড়ী এলাকার খেজু প্রামাণিকের ছেলে ভটভটি চালক আল আমিন (৩২), অপর ভটভটি চালক শেরপুর পৌরসভার কর্মকারপাড়া এলাকার গোপাল সরকার (২৮) ও আড়িয়াবাজার এলাকার নাইম।

উপজেলার আমিনপুর এলাকা থেকে আল আমিন ভটভটিতে ধান লোড করে শেরপুরে আসার পথে ঘোগাবটতলা ইতালিপাড়া নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস তাকে ধাক্কা দেয়। এ সময় ভটভটির অপর দিক থেকে আসা আরেকটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই ভটভটি চালক নিহত হয় এবং ভটভটিতে থাকা দুইজন আহত হয়। 

আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেডিকেল ফাঁড়ির এএসআই রকিবুল হাসান জানান, আহত দুই জনের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। অন্য আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন সরকার জানান, ঘটনার পরপরই বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি (ঢাকা মেঃ বঃ ১৪-৪৮৪৭) আটক করা হয়েছে। নিহত দুইজনের লাশ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।