Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ভারতীয় দলের নতুন অধিনায়ক করা হল যাকে

ভারতীয় দলের নতুন অধিনায়ক করা হল যাকে

ভারতীয় দলের নতুন অধিনায়ক করা হল যাকে

স্পোর্টস ডেস্ক : জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু হওয়ার সাত দিন আগে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল শিখর ধবনকে। তাঁর জায়গায় ভারতীয় দলের নতুন অধিনায়ক করা হল লোকেশ রাহুলকে। 

ধবনকে করা হল সহ-অধিনায়ক। বিসিসিআইয়ের মেডিক্যাল বোর্ডের কাছ থেকে খেলার ছাড়পত্র পেয়েছেন রাহুল। তাই তাঁকে দলে নেওয়া হয়েছে।

গত ৩০ জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজের দল ঘোষণা করেছিল বিসিসিআই। বিশ্রাম দেওয়া হয়েছিল অধিনায়ক রোহিত শর্মাকে। পরিবর্ত অধিনায়ক হিসাবে ধবনের নাম ঘোষণা করা হয়েছিল। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত এক দিনের সিরিজেও অধিনায়ক ছিলেন ধবন। কিন্তু সিরিজ শুরুর আগেই রাহুলকে নতুন নেতা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আরও পড়ুন: ড্রাগন ফল খেলে কী হয় জানেন? রীতিমতো অবাক হবেন!

বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, ‘বোর্ডের মেডিক্যাল দল পরীক্ষা করে রাহুলকে খেলার অনুমতি দিয়েছে। তার পরে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বিবেচনা করে রাহুলকে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের অধিনায়ক ঘোষণা করেছে। 

ধবন ওর সহ-অধিনায়ক হিসাবে খেলবে।’ রাহুল দলে ঢোকায় জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৫ জনের বদলে ১৬ জন ক্রিকেটার খেলতে যাবেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের দলে নেওয়া হয়েছিল রাহুলকে। কিন্তু সিরিজ শুরুর আগে করোনা আক্রান্ত হন তিনি। তার পর থেকে ক্রিকেট মাঠে নামেননি রাহুল। 

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে সুযোগ না পাওয়ায় টুইট করে রাহুল জানিয়েছিলেন, ‘জুন মাসে অস্ত্রোপচারের পরে আমি অনুশীলন শুরু করেছিলাম। ভেবেছিলামা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলব। 

কিন্তু সিরিজ শুরুর আগেই করোনা আক্রান্ত হলাম। তাই সব কিছু আরও কয়েক সপ্তাহ পিছিয়ে গেল। আমি দ্রুত সুস্থ হচ্ছি। আশা করছি তাড়াতাড়ি জাতীয় দলে খেলব। ভারতের হয়ে খেলা আমার কাছে সব থেকে বেশি গর্বের।’-আনন্দবাজার