Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচে কে জিতবে, ভবিষ্যদ্বাণী ভার্চুয়াল জ্যোতিষীর

কাতার বিশ্বকাপে আজ রাত ১টায় (বাংলাদেশ সময়) মাঠে নামবে দক্ষিণ এশীয় শক্তি দক্ষিণ কোরিয়া। প্রতিপক্ষ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন প্রবল শক্তিশালী দেশ ব্রাজিল। নক আউট রাউন্ডের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ।

বিশ্বকাপের ইতিহাসে এশিয়ার মধ্যে দক্ষিণ কোরিয়া একমাত্র দেশ, যারা সেমিফাইনালে পৌঁছেছিল। ২০০২ সালের বিশ্বকাপে দেশটি সেমিফাইনালে খেলেছে।

তবে ২০১০ সালের পর এবারই প্রথম নকআউট রাউন্ডে উঠেছে দক্ষিণ কোরিয়া। অপরদিকে ব্রাজিল গত ৭টি বিশ্বকাপের প্রতিটিতেই নকআউট রাউন্ড জয়ী দল। সর্বশেষ ১৯৯০ সালে নকআউট রাউন্ডে হেরেছিল ব্রাজিল। তারপর থেকে ৩৬ বছরে সাতটি বিশ্বকাপ খেলে প্রত্যেকবার ব্রাজিল নকআউট রাউন্ড জয় করেছে। 

ব্রাজিলের সাফল্যের এই ধারাবাহিকতা কাতার বিশ্বকাপের নকআউট রাউন্ডে অব্যাহত থাকবে? নাকি অঘটন ঘটিয়ে দক্ষিণ কোরিয়া কোয়ার্টার ফাইলে যাবে, তা জানতে উন্মুখ সবাই। এদিকে এই ম্যাচ নিয়ে ইতিমধ্যে ভবিষ্যদ্বাণী দিয়েছে আলোচিত ভার্চুয়াল জ্যোতিষী কাশেফ।

কাশেফ বলছে, আজ রাত একটার ম্যাচে দক্ষিণ কোরিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনা কম। তার হিসাবে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৭৭ শতাংশ। দক্ষিণ কোরিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ২৩ শতাংশ। ম্যাচটি ড্র হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না কাশেফ।

এদিকে আজ রাত ৯টায় নকআউট রাউন্ডের আরেকটি ম্যাচে ইতিমধ্যে মাঠে নেমেছে জাপান ও ক্রোয়েশিয়া। এই ম্যাচ নিয়ে কাশেফের ভবিষ্যদ্বাণী—ক্রোয়েশিয়া জিতবে। কাশেফের হিসাবে এই খেলায় ক্রোয়েশিয়ার জেতার সম্ভাবনা ৬২ শতাংশ। আর জাপানের ৩৮ শতাংশ।

কাশেফ হলো, কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার তৈরি কৃত্রিম বৃদ্ধিমত্তা প্রযুক্তির রোবট প্রোগ্রাম। এবারের বিশ্বকাপের শুরু থেকেই প্রতিটি ম্যাচের আগাম ফলাফল অনুমান করে আসছে কাশেফ। এই ভার্চ্যুয়াল জ্যোতিষী মূলত বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে ভবিষ্যদ্বাণী করে।

রোবটিক প্রোগ্রাম কাশেফ বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ৫২ ম্যাচের প্রতিটিতেই ভবিষ্যদ্বাণী করেছে। কাশেফের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার হার ৬৭। এছাড়া গত দুই দিনে নকআউট রাউন্ডের চার ম্যাচের মাঠের ফলাফল ১০০ শতাংশ মিলেছে কাশেফের ভবিষ্যদ্বাণীর সঙ্গে।