Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ঘানা কিংবা উরুগুয়ে, আর পর্তুগাল হলে কঠিন লড়াই হবে!

ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ঘানা কিংবা উরুগুয়ে, আর পর্তুগাল হলে কঠিন লড়াই হবে!

ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ঘানা কিংবা উরুগুয়ে, আর পর্তুগাল হলে কঠিন লড়াই হবে!

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে নিয়ম রক্ষার খেলায় নামবে ব্রাজিল। সার্বিয়ার পর সোমবার দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারায় তিতের শিষ্যরা। এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল।

ক্যামেরুনের বিপক্ষে হারলেও শেষ ষোলোয় খেলা আটকাচ্ছে না ব্রাজিলের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও মোটামুটি নিশ্চিত। এখন থেকেই আলোচনা শুরু হয়ে গেছে, শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী কে হচ্ছে? হিসব-নিকাষ বলছে, শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ঘানা নয়তো উরুগুয়ে। খুব খারাপ কিছু না হলে ব্রাজিল-পর্তুগাল মুখোমুখি হচ্ছে না।

‘এইচ’ গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে আছে পর্তুগাল। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট তাদের। গোল ব্যবধানও বেশি। পর্তুগালের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার সঙ্গে। সহজে জয় পাওয়ার কথা। সেক্ষেত্রে ‘এইচ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে জায়গা করতে লড়বে উরুগুয়ে ও ঘানা।

উরুগুয়ের সঙ্গে ড্র করলেই ঘানার পরের পর্ব নিশ্চিত। দুই ম্যাচ শেষে ঘানার পয়েন্ট তিন, উরুগুয়ের এক। সুয়ারেজ, ভালভার্দেদের তাই জয়ের বিকল্প নেই। সেক্ষেত্রে শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ঘানা কিংবা উরুগুয়ে।

সেক্ষেত্রে প্রায় নিশ্চিতভাবে পর্তুগালের সামনে পড়তে পারেন নেইমাররা, যদি তারা ‘এইচ’ গ্রুপে বিজয়ী দল হয়। পর্তুগালের সামনে পড়লে নিঃসন্দেহে ব্রাজিলের সামনে লড়াই কঠিন হতে চলেছে। কিন্তু ঘানা থাকলে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে পাবে নেইমাররা। লড়াই জমবে সার্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যেও। ড্র করলেই সুইসরা চলে যাবে পরের ধাপে। হারলে সার্বিয়া নকআউটে যাবে। তাদর সম্ভাব্য প্রতিপক্ষ হবে রোনালদোর পর্তুগাল।