Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বুমরাহকে নিয়ে আশার বাণী শোনালেন সৌরভ গাঙ্গুলি

বুমরাহকে নিয়ে আশার বাণী শোনালেন সৌরভ গাঙ্গুলি

বুমরাহকে নিয়ে আশার বাণী শোনালেন সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপ থেকে এখনও ছিটকে যাননি জসপ্রীত বুমরাহ। বুমরাহকে নিয়ে এমনটাই আশার বাণী শোনালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচের আগে পিঠে চোট পান বুমরাহ।

যার ফলে প্রথম ম্যাচ তো বটেই, সিরিজের বাকি দুই ম্যাচেও খেলতে পারবেন না তিনি। বুমরার পরিবর্তে দলে নেওয়া হয়েছে মোহাম্মদ সিরাজকে। বিসিসিআইকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছিল, পিঠের চোট এতটাই গুরুতর যে টি-২০ বিশ্বকাপ খেলা সম্ভব নয় বুমরার পক্ষে। 

যদিও সৌরভ বলেছেন, ‘‌বুমরা এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি।’‌ তবে সৌরভ ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়ে আগামী দু’‌তিনদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত বুমরাহ রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে বুমরার চোটের জায়গায় স্ক্যান হবে। তারপরই বোঝা যাবে পরিস্থিতি। বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বুমরাহ।

  এশিয়া কাপে পিঠের চোটের জন্যই খেলতে পারেননি বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টি-২০ ম্যাচ খেলেন। তারপর ফের চোট। এদিকে ৬ অক্টোবর ভারতীয় দল অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে। সেখানে প্রস্তুতি শিবিরে যোগ দেবেন ক্রিকেটাররা। কয়েকটা প্রস্তুতি ম্যাচও খেলবেন রোহিতরা।