Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

চালককে নদীতে ফেলে অটোরিকশা ছিনতাই

রংপুরের কাউনিয়ায় এক চালককে তিস্তা সেতুর ওপর থেকে নদীতে ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। পরে টহল পুলিশ ওই রিকশা চালককে নদী থেকে উদ্ধার করে। 

মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী অটোরিকশা চালকের নাম আসাদুল ইসলাম। তার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট সদরে। 

আসাদুল জানান, রংপুরের সাতমাথা থেকে রাজারহাটের তিস্তা যাওয়ার কথা বলে ৮ জন কিশোর তার অটোরিকশায় ওঠে। ৪০০ টাকা ভাড়া ঠিক করে কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা এলাকায় যেতে চায় ওই কিশোররা। তিস্তা নদী পার হওয়ার সময়, ব্রিজের ঠিক মাঝামাঝি কিশোররা তাকে গাড়ি থামাতে বলে। কথামতো অটোরিকশা থামাতেই কিশোররা আসাদুলকে ধরে ব্রিজের রেলিঙের ওপর দিয়ে মাঝ নদীতে ফেলে দেয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চালককে ব্রিজ থেকে ফেলে দেওয়ার পর দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে রংপুরের দিকে পালিয়ে যায়। ছিনতাইয়ের ঘটনাটি বুঝতে পেরে স্থানীয় লোকজন দ্রুত টোলপ্লাজায় অবস্থানরত টহল পুলিশের সদস্যদের খবর দেন। পরে পুলিশ সদস্যরা একটি নৌকায় নিয়ে নদীতে উদ্ধার অভিযানে নামেন। এক পর্যায়ে নদীর মাঝখান থেকে আসাদুলকে উদ্ধার করে পুলিশ।

লালমনিরহাট সদর থানার এসআই রওশানুল খাবির জানান,  নদীতে তীব্র স্রোত থাকা সত্বেও আসাদুল ইসলাম নামের ওই অটোরিকশা চালক কোনো রকমে ব্রিজের পিলার জাপটে ধরে ভেসে ছিলেন। ফলে তাকে সহজেই উদ্ধার করা সম্ভব হয়।