Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

চট্টগ্রামে ফুটপাত থেকে ২ শতাধিক স্থাপনা উচ্ছেদ

বন্দরনগরী চট্টগ্রামের সড়কের ফুটপাত দখলমুক্ত করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। রোববার (৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চসিক জানায়, বিশেষ অভিযানে নগরীর জিইসি মোড়, গোলপাহাড় মোড়, এশিয়ান হাইওয়ে, শুলকবহর, বহদ্দারহাট কাঁচাবাজার এবং শাহ আমানত সেতু সড়কের নতুন চান্দগাঁও থানা পর্যন্ত রাস্তা ও ফুটপাতের উভয়পাশে অবৈধ স্থাপনাসহ দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। 

এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রাস্তা ও ফুটপাতে রেখে যান ও জন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

অভিযানে আরও অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুনাইদ কবির সোহাগ। চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে চসিক ম্যাজিট্রেট জানিয়েছেন।