Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ঢাকা উত্তর-দক্ষিণ ছাত্রলীগের কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ

শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন। সকাল ১০ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনে প্রধান অতিথি থাকছেন। সম্মেলনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন সর্বস্তরের নেতাকর্মীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদকে ঘিরে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কমিটিতে স্থান পেতে শুরু হয়েছে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ।

বিভিন্ন সূত্রে প্রায় ডজন খানেক পদপ্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। তারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের কাছে যাচ্ছেন বলে দাবি অনেকের। যদিও ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীদের চাওয়া- দৌড়ঝাঁপে নয়, সংগঠনের সব ধরনের পরিস্থিতিতে যারা শক্ত হাতে হাল ধরে নেতৃত্ব দেয়ার সক্ষমতা রাখেন, তারাই নেতৃত্বে আসুক। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেও তেমনটাই জানা গেছে। তাদের ভাষ্যমতে, পদপ্রত্যাশীদের মধ্যে যাদের সাংগঠনিক সক্ষমতা ভালো, রয়েছে ক্লিন ইমেজ, পরিবারের সঙ্গে জামায়াত-বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই, অসাম্প্রদায়িক চেতনার অধিকারী; তারাই আগামীর নেতৃত্বে আসবেন। এ ছাড়াও যারা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় ও মানবিক কাজ করে আলোচনায় আসতে পেরেছেন, এমন ছাত্রনেতারাও এগিয়ে থাকবেন।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের শীর্ষ পদে শোনা যাচ্ছে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক উপসম্পাদক মাইনুল হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম মিরাজ, সহ-সভাপতি ও রমনা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব হাসান, দক্ষিণের সহসভাপতি বারেক হোসেন আপন, মাজেদুল মোল্লা মিন্টু, প্রচার সম্পাদক রিয়াজ মোল্লা, সবুজবাগ থানা ছাত্রলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন পাভেল, দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক নিবাস মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, সাংগঠনিক সম্পাদক আল হাসান শোভন, হাসিবুল আলম পুলক, গণশিক্ষা বিষয়ক উপ সম্পাদক আল নোমান সরকার অনিক, ধর্ম-বিষয়ক উপ-সম্পাদক এস এম মেহেদী হাসান প্রমুখ।

অপরদিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের শীর্ষ পদের দৌড়ে যাদের নাম আলোচনায় শোনা যাচ্ছে, তারা হলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালমান খান প্রান্ত, ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম বাপ্পি, সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ সুমন, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি রাসেল, রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু, কাফরুল থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান, সোহেল রানা প্রমুখ।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, যারা দীর্ঘদিন রাজনীতি করেছে, যাদের কর্মকা-ে স্বচ্ছতা আছে, যারা ত্যাগী; আমাদের প্রত্যাশা-তারা পদে আসুক’।

সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ বলেন, ঢাকা মহানগর দক্ষিণ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা। এখানে অতীতে যারা রাজপথে ভূমিকা রেখেছেন, তারাই আগামীর নেতৃত্বে আসুক, এটাই আমরা চাই।

মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে নতুন নেতৃত্বে যৌগ্য ও ত্যাগীরা পদ পাবেন, এটাই কামনা করি।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ঢাকা মহানগরে যারা কাজ করেছেন, তারাই যেন পদে আসেন, আমারা সেটাই চাই। সঙ্গে সঙ্গে পরিবারিক রাজনৈতিক ঐতিহ্যের বিষয়টিও গুরুত্ব পাবে বলে মনে করি।

এমকে