Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

দেশের ‘হাওয়া’ যাবে বিদেশে

তরুণ নির্মাতা মেসবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি দেশের বাইরে মুক্তি পাচ্ছে। স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডার ১১টি হলে চলবে সিনেমাটি।
আগামী ২ সেপ্টেম্বর কানাডায় মুক্তির পরই দেখতে পাবেন আমেরিকায় বসবাসকারীরা। আমেরিকার শতাধিক হলে মুক্তির টার্গেট নিয়ে এগোচ্ছে এই সিনেমার পরিবেশনা সংস্থা। এমনটাই জানিয়েছে স্কেয়ারক্রো কর্তৃপক্ষ। 

কানাডার যেসব সিনেমা হলে হাওয়া চলবে: সিনেপ্লেক্স ইগ্লিনটন টাউন সেন্টার (টরন্টো), সিনেপ্লেক্স কান্ট্রি পার্ক (মিসিসাগা), সিনেপ্লেক্স সাউথ কিইস (অটোয়া), সিনেপ্লেক্স ফোরাম (মন্ট্রিল), সিনেপ্লেক্স সিনেমা সিটি নর্থগেট (উইনিপেগ), সিনেপ্লেক্স সানরিজ স্পেকটার্ম (ক্যালগারি), সিনেপ্লেক্স সাউথ এডমন্টন সিনেমাস (এডমন্টন), সিনেপ্লেক্স স্কটিয়াব্যাংক থিয়েটার(হ্যালিফ্যাক্স), সিনেপ্লেক্স স্ট্রবেরি হিলস (সারে), সিনেপ্লেক্স স্কটিয়াব্যাংক থিয়েটার (সাসকাটুন), সিনেপ্লেক্স সিনেমাস নরম্যানভিউ (রেজিনা)।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।  চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক এবং সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। 

‘হাওয়া’ নির্মাণ করেছে ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।