Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

‘ধর্মকে জীবন থেকে আলাদা করা যায় না’

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘ধর্মকে জীবন থেকে আলাদা করা যায় না। ধর্ম জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।’

সোমবার (২৬ সেপ্টেম্বর) লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘মহান সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করে তাদের চলার জন্য দিয়েছেন ধর্ম। মানুষের জন্যই ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। আমরা যাতে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারি, সেটাই ধর্মের মূল উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘বিগত দিনে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধীরা ক্ষমতায় এসেছিল। সে সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর অনেক অত্যাচার-অন্যায় হয়েছে। তারা শান্তিতে ঘুমাতে পারেনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার নেতৃত্বে মানুষ এখন শান্তিতে বসবাস করছে। তিনি ধর্মপ্রিয় মানুষ। তিনি সব সময় ধর্মের কথা বলেন। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে। আপনারা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।’

আলোচনা সভা শেষে মন্ত্রী উপজেলার আটটি ইউনিয়নের ১১৪টি মন্দিরের সভাপতির হাতে ৫০০ কেজি জিআর চালের ডিও হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের চেয়ারম্যান পুর্ণ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ ও যুগ্ম সম্পাদক রূপকান্ত চন্দ্র বর্মন।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চিত্তরঞ্জন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল ও উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।