Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

এক সপ্তাহে চারটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

নতুন করে আরও দুটি ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। এ নিয়ে চলতি সপ্তাহে চারটি মিসাইলের পরীক্ষা চালালো দেশটি।

দক্ষিণ কোরিয়া ও জাপান জানিয়েছে, পূর্ব উপকূলীয় এলাকা থেকে দুই দফা মিসাইলের উৎক্ষেপণ চালানো হয়। যা জাপান সাগরে গিয়ে পড়ে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে টোকিও। খবর আলজাজিরার।

চলতি বছর এখন পর্যন্ত ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। জাপানের কোস্ট গার্ডের বরাত দিয়ে আলজাজিরা বলছে, স্থানীয় সময় শনিবার সকাল ৭টার কিছু সময় আগে উৎক্ষেপণ করা হয় স্বল্প পাল্লার দুটি ব্যালেস্টিক মিসাইল।

জাপান সরকার বলছে, তাদের বিশেষ অর্থনৈতিক এলাকার কাছে মিসাইল দুটি পড়েছে। যে কোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে বলে শঙ্কা তাদের।

সমতল থেকে ৫০ কিলোমিটার উপর দিয়ে মিসাইলটি ৪০০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। একটি থেকে অপরটি উৎক্ষেপণের ব্যবধান ছিল ১৫ মিনিট।

এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সিউল সফরের আগ মুহূর্তে মিসাইল উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। বুধ ও বৃহস্পতিবার পরপর দুই দফা চালানো হয় মিসাইলের পরীক্ষা।