Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

একাধারে পরোপকারী ও মানবপ্রেমিক ছিলেন শ্রীকৃষ্ণ: এমপি গোপাল

একাধারে পরোপকারী ও মানবপ্রেমিক ছিলেন শ্রীকৃষ্ণ: এমপি গোপাল

একাধারে পরোপকারী ও মানবপ্রেমিক ছিলেন শ্রীকৃষ্ণ: এমপি গোপাল

ফজিবর রহমান বাবু: শ্রী কৃষ্ণের জন্মদিবস ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বীরগঞ্জ-কাহারোলসহ দেশের হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট ২০২২) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, মানবপ্রেমের প্রতীক শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ ছিল সমাজ থেকে হা'নাহা'নি দুর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা। তিনি ছিলেন একাধারে পরোপকারী, মানবপ্রেমিক এবং রাজনীতিজ্ঞ। শ্রীকৃষ্ণ আজীবন অধর্মের বিনাশ, দুষ্টের দমন ও শিষ্টের লালন করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই শুভদিনে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক সবার অন্তরে দেশপ্রেম জাগ্রত হইক। অসাম্প্রদায়িক, সুন্দর জীবন গঠনের যে শুভ সংবাদ নিয়ে জন্মাষ্টমী আমাদের দ্বারে উপস্থিত হয়েছে, সার্বজনীনভাবে তাকে মনে, চিন্তায় ধারণ করে কর্মে প্রতিফলিত করতে পারার মধ্যেই রয়েছে এ দিনটি উদযাপনের সার্থকতা।