Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু ২৯ সেপ্টেম্বর

আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে নবম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। তিন দিনব্যাপী এ মেলা হবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মাহিউদ্দিন হেলাল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘নবম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। বিগত বছরের ধারাবাহিকতায় পর্যটন বিচিত্রার আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনায় বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হচ্ছে।’

এশিয়ান ট্যুরিজম ফেয়ারে অংশ নিচ্ছে বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ভারত, ভুটান, মালোশিয়া, শ্রীলঙ্কা ও লিথুনিয়া। এসব দেশের প্রায় ১৩০টি পর্যটন সংস্থা মেলায় অংশ নেবে। আসন্ন পর্যটন মৌসুমে দেশ-বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে মেলায়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে হোটেল, মোটেল, রিসোর্ট, ক্রুজলাইন্স, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর ও থিম পার্কসহ আরও অনেক প্রতিষ্ঠান।

মেলায় বৈচিত্র্যময় আয়োজনে থাকবে পর্যটনবিষয়ক সেমিনার, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজনেস টু বিজনেস মিটিং। থাকবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলার মাধ্যমে পর্যটন শিল্পের একটি পূর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের কাছে তুলে ধরার প্রচেষ্টা থাকবে।

নবম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে এয়ারলাইন্স পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হসপিটালিটি পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও প্যান প্যাসিফিক সোনারগাঁও। অ্যাডভেঞ্চার ডাইনিং পার্টনার ফ্লাই ডাইনিং, ক্রুজ পার্টনার ঢাকা ডিনার ক্রুজ এবং এন্টারটেইনমেন্ট পার্টনার ফ্যান্টাসি কিংডম, ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস। মেলার প্রাইম পার্টনার কান্ট্রি নেপাল, পার্টনার কান্ট্রি থাইল্যান্ড, ফিচার কান্ট্রি ভারত, শ্রীলঙ্কা, লিথুনিয়া এবং হোস্ট কান্ট্রি বাংলাদেশ।

মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। প্রবেশ কুপনের বিপরীতে র‌্যাফেল ড্রতে বিজয়ীদের জন্য থাকবে এয়ারলাইন্স টিকিটসহ মালয়েশিয়ায় বেড়ানো এবং আকর্ষণীয় গিফ্ট ভাউচার। এছাড়া, প্রতিটি টিকিটেই থাকবে মেলার এন্টারটেইনমেন্ট পার্টনার ফ্যান্টাসি কিংডমে প্রবেশ টিকিটে ৫০ শতাংশ ডিসকাউন্ট।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের, হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান, ঢাকাস্থ নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কুমার রায়, এশিয়ান ট্যুরিজম ফেয়ারের পরিচালক বোরহান উদ্দিন, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্রিয়ার) সভাপতি খবিরউদ্দিন আহম্মেদ, ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান হাবিব আলী ও বিডি ইনবাউন্ডের প্রেসিডেন্ট রেজাউল ইকরাম প্রমুখ।