Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ইউক্রেনের ৪ অঞ্চল

ucb stock regular

ইউক্রেনের চারটি অঞ্চলে অনুষ্ঠিত গণভোটে সেসব অঞ্চলের জনগণ রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার প্রতি সমর্থন ঘোষণা করেছেন বলে নির্বাচনের ফলাফলে ঘোষণা করা হয়েছে। রাশিয়া অধিকৃত পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক এবং দক্ষিণাঞ্চলীয় খেরসন ও জাপোরিজ্জিয়ায় গত কয়েকদিন ধরে এ গণভোট অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণা করে এসব অঞ্চলের রুশ-নিয়োগকৃত সরকারগুলো।

খেরসনে মস্কো-নিয়ন্ত্রিত আঞ্চলিক প্রশাসন ঘোষণা করে, সব ভোট গণনা শেষে দেখা যাচ্ছে ৮৭.০৫% ভোটার রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন। লুহানস্কের সব ভোট গণনা শেষে ঘোষণা করা হয়েছে, সেখানকার ৯৮% মানুষ রুশ ফেডারেশনে যুক্ত হতে চান। দোনেস্ক অঞ্চলে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৮২% ভোট গণনা করা হয় এবং গণনাকৃত ভোটে ওই অঞ্চলের ৯৯.০৬% ভোটার রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে তাদের রায় প্রদান করেছেন। অন্যদিকে জাপোরিজ্জিয়ায় শতভাগ ভোট গণনা শেষে ৯৩.১১% ভোটার জানিয়েছেন তারা ইউক্রেন ছেড়ে রাশিয়ায় যুক্ত হতে চান।

LankaBangla securites single page

দোনেস্ক অঞ্চলের রুশ-সমর্থিত প্রশাসনের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, এখন রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদনের পর প্রেসিডেন্ট পুতিন ডিক্রি জারি করে এই চার অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেবেন। ২০১৪ সালে একই প্রক্রিয়ায় ইউক্রেনের সাবেক ক্রিমিয়া প্রজাতন্ত্র রাশিয়ায় যুক্ত হয়।

দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরোজ্জিয়া এই চার অঞ্চল মিলে ইউক্রেনের শতকরা প্রায় ১৫ ভাগ ভূমি গঠিত হয়েছে। খবর- পার্সটুডে

তবে ইউক্রেনের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর রুশ অধিকৃত ওই চার অঞ্চলের মূল অধিবাসীদের শতকরা ৮০ ভাগ ঘরবাড়ি ছেড়ে ইউক্রেনের অন্যান্য অঞ্চলে চলে গেছে। ফলে শুক্র থেকে মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত গণভোটে এসব অঞ্চলের মূল অধিবাসীদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়নি।

অর্থসূচক/এএইচআর