Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

গুরুর থেকে অনুপ্রাণিত হয়ে বিয়ে করেননি, শিষ্যের মৃত্যুতে শোকাহত সালমান

গুরুর থেকে অনুপ্রাণিত হয়ে বিয়ে করেননি, শিষ্যের মৃত্যুতে শোকাহত সালমান

গুরুর থেকে অনুপ্রাণিত হয়ে বিয়ে করেননি, শিষ্যের মৃত্যুতে শোকাহত সালমান

বিনোদন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সালমান খানের 'বডি ডাবল' সাগর পাণ্ডের। শুক্রবার মুম্বাইয়ে জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মুম্বাইয়ের যোগেশ্বরীতে হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে ট্রমা কেয়ার মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুপুর ১টা নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সাগরের বয়স হয়েছিল ৫০ বছর। ৫০টি ছবিতে সালমান খানের 'বডি ডাবল' হিসেবে অভিনয় করেছেন। বহু ছবিতে সালমান খানের 'বডি ডাবল'হিসেবে অভিনয় করেছেন সাগর পাণ্ডে। 

এর মধ্যে রয়েছে 'বজরঙ্গি ভাইজান', 'টিউবলাইট', 'প্রেম রতন ধন পায়ো', 'দাবাং', 'দাবাং ২' এবং টিভি শো 'বিগ বস'। পাশাপাশি সাগর দেশে এবং বিদেশে নানা শোয়ে পারফর্ম করতেন। সাগর পান্ডের ঘনিষ্ঠ বন্ধু রাজু রাইকওয়ার জানান, জিমের দু'জন প্রশিক্ষক হাসপাতালে নিয়ে গিয়েছিলেন সাগরকে। তবে তাকে বাঁচানো যায়নি।

সালমান খানের সঙ্গে অভিনয়ই নয় নায়কের ভক্তও ছিলেন সাগর পাণ্ডে। গুরুর থেকে অনুপ্রাণিত হয়ে বিয়ে করেননি। সাগররা পাঁচ ভাই। বাকি ভাইদের থেকে বেশি আয় করতেন তিনিই। পরিবারে বেশিরভাগ খরচ তিনিই করতেন। তিনি উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা। অভিনেতা হওয়ার জন্য মুম্বাই এসেছিলেন। তবে ভাগ্য সঙ্গ দেয়নি। 

অভিনেতা না হতে পারলেও সালমান খানের বডি ডাবল হয়েছেন। ছবিতে একাধিক দৃশ্যে সালমানের হয়ে তিনিই অভিনয় করেছেন। গুরুর থেকে অনুপ্রাণিত হয়ে বিয়ে করেননি, শিষ্যের মৃত্যুতে শোকাহত সালমান খান। নেট মাধ্যমে দুইজনে ছবি দিয়ে ভাইজান লিখেছেন, 'আমার পাশে থাকার জন্য হৃদয় থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই সাগর তোমার আত্মার শান্তি কামনা করছি। ধন্যবাদ তোমায়।'