Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ইংল্যান্ড, উইন্ডিজ, নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হোম সিরিজ

আগামী বছর দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন করবে। সিএসএ ২০২২-২৩ হোম সিজনের জন্য পুরুষদের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে এই খবর নিশ্চিত করেছে।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মৌসুম, এই ম্যাচগুলো বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। ২৭ ও ২৯ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি হবে তিন ওয়ানডে।

ফেব্রুয়ারি-মার্চে ওয়েস্ট ইন্ডিজ যাবে দক্ষিণ আফ্রিকা, খেলবে দুটি টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে দক্ষিণ আফ্রিকার শেষ লেগ শুরু হবে এই সিরিজ দিয়ে, ম্যাচ হবে ২৮ ফেব্রুয়ারি ও ৮ মার্চ।

এরপর দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ১৬, ১৮ ও ২১ মার্চ। উইন্ডিজের এই সফর শেষ হবে ২৫ মার্চ, ২৬ মার্চ ও ২৮ মার্চ তিন টি-টোয়েন্টি খেলে।

২০২১ সালের ডিসেম্বরে করোনার কারণে স্থগিত হওয়া তিন ম্যাচ সিরিজের শেষ দুটি ওয়ানডে খেলতে নেদারল্যান্ডস যাবে দক্ষিণ আফ্রিকায়। ম্যাচ দুটি হবে ৩১ মার্চ ও ২ এপ্রিল।