Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

জাপা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না: চুন্নু

জাতীয় পার্টি (জাপা) ভবিষ‌্যতে আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না, বরং এককভাবে নির্বাচন করবে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় সাংগঠনিক দলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি জেলায় দলকে সুসংগঠিত করতে হবে। বিএনপি-আওয়ামী লীগের সাথে পাল্লা দিয়ে আগামী নির্বাচনী যুদ্ধে জয়লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। তাই সংগঠন শক্তিশালী করার বিকল্প নেই। আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি আর হতে চাই না।’

তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শকে ধারণ করে, জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সারা বাংলাদেশে এককভাবে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হবে। সে লক্ষ্যে আপনারা যার যার এলাকায় গিয়ে সকল ভেদাভেদ ভুলে নিজেদের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য বজায় রেখে দল গোছানোর কাজে আত্মনিয়োগ করুন।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মো. সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব‌্য রাখেন সাংগঠনিক দলের সদস্য অ্যাডভোকেট জহুরুল হক জহির, শেখ মো. আলমগীর হোসেন, লিয়াকত হোসেন চাকলাদার, সুমন আশরাফ, আল জুবায়ের ও হুমায়ুন কবির শাওন।

এ সময় খুলনা বিভাগের মেহেরপুর জেলা কমিটির আহ্বায়ক মো. আব্দুল হাদী, সদস্য সচিব সুমন পারভেজ; কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু, সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল; নড়াইল জেলা জাপার সভাপতি অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, সাধারণ সম্পাদক সিকদার হাদীউজ্জামান; চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট মো. রবিউল; যশোর জেলা জাপার আহ্বায়ক মো. আজিজুর রহমান, সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ; ঝিনাইদহ জেলা কমিটির আহ্বায়ক রাশেদ মজুমদার, সদস্য সচিব মো. ইমদাদুল ইসলাম (বাচ্চু); মাগুরা জেলার সদস্য সচিব খাঁন রবিউল হক মিঠু; বাগেরহাট জেলার সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু; খুলনা জেলার সভাপতি শফিকুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক মল্লিক হাদিউজ্জামান এবং খুলনা মহানগর কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।