Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

মেয়েদের এশিয়া কাপের দল ঘোষণা

মেয়েদের এশিয়া কাপের দল ঘোষণা

এবার ঘরের মাঠে এশিয়া কাপ আসরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। সিলেটে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

এর আগে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে প্রত্যাশিত ফল পেয়েছে বাংলাদেশ নারী দল। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।

মালয়েশিয়ায় সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ঘরের মাঠে ফেবারিট তমকা পাওয়া বাংলাদেশ দলে ১৫ জন ডাক পেয়েছেন। চার ক্রিকেটারকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। সাত দল নিয়ে আয়োজিত এই আসরে বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে। একইদিন মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা।

আগামী ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সিলেটে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট আউটলেট স্টেডিয়ামে এশিয়া কাপের প্রথম নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। সেরা চার দল পয়েন্টের ভিত্তিতে সেমিফাইনাল খেলবে।

টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ডাবল হেডারের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় সকাল নয়টা এবং দ্বিতীয় ম্যাচ দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ নারী ক্রিকেট দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামিমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, ঋতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মুস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সোহেলি আক্তার।

রিজার্ভ: মারুফা আক্তার, শারমীন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া, রাবেয়া খান।

এমকে