Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

মিরাকল কীভাবে ঘটাতে হয়, জানি: মেসিকে ফেরানো নিয়ে বার্সা ভাইস প্রেসিডেন্ট

লিওনেল মেসির সম্ভাব্য ‘ঘরে ফেরা’ নিয়ে বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এদুয়ার্দ রোমেউ দৃঢ় কণ্ঠে বললেন, তারা জানেন কীভাবে মিরাকল ঘটাতে হয়।

বার্সার শীর্ষস্থানীয় এই কর্তা আত্মবিশ্বাসী, ক্লাব কার্যকরী আর্থিক সমাধান করতে পারলে প্যারিস সেন্ট জার্মেই থেকে মেসিকে ন্যু ক্যাম্পে ফেরানো সম্ভব। এক সপ্তাহ আগে এই রোমেউ জানান, আগামী বছর জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হলে ফ্রি ট্রান্সফারে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে চুক্তি করা যেতে পারে।

নতুন করে মেসিকে ফেরানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, ‘যদি ক্লাব চায় (তাকে ফেরাতে), আমাদের কাজ করতে হবে (চুক্তির আর্থিক দিক নিয়ে)। আমরা জানি কীভাবে মিরাকল ঘটাতে হয়। মেসির জন্য দরজাগুলো সবসময় খোলা।’

পিএসজির সঙ্গে ২০২৩ সালের জুনে চুক্তি শেষ হয়ে যাবে মেসির। আগামী মৌসুমে তিনি কী করবেন, সেটা এখনও জানাননি। আপাতত কাতার বিশ্বকাপ নিয়ে নিমগ্ন তিনি। যদিও ন্যু ক্যাম্পে তার ফেরার গুঞ্জন কমেনি এতটুকু।

গত ২৯ সেপ্টেম্বর রোমেউ কাতালুনিয়া রেডিওকে বলেন, ‘এটা আর্থিকভাবে সম্ভব, কারণ সে ফিরতে পারে ফ্রি এজেন্ট হয়ে। কিন্তু এই সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ ও খেলোয়াড়। এসব সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ না। কিন্তু এটা কার্যকর হতে পারে।’