Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

নেতৃত্বের অপেক্ষায় ময়মনসিংহ আ.লীগ

ময়মনসিংহ আওয়ামী লীগের জেলা ও মহানগর শাখার সম্মেলন আজ। প্রায় ছয় বছর পর কমিটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে নগরীর সার্কিট হাউস মাঠে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে কারা আসছেন, এখন তা নিয়ে চলছে আলোচনা। সম্মেলনের প্রস্তুতি হিসেবে শহরের বিভিন্ন সড়কে তোরণ, ফেস্টুন এবং ব্যানার টাঙানো হয়েছে।

এমন উৎসবের মধ্যে কিছুটা উত্তেজনাও ছড়িয়েছে। রাতের আঁধারে কে বা কারা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর টাঙানো বেশ কিছু প্যানা ও বিলবোর্ড ছিঁড়ে এবং স্প্রে করে নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। তবে ঘটনাটিকে অপরাজনীতি হিসেবে দেখছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। তিনি বলেন, সম্মেলনকে কেন্দ্র করে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নগরীর প্রায় ৮ থেকে ১০টি পয়েন্টে আমার প্যানা ও বিলবোর্ড নষ্ট করেছে। ঘটনাটি কেন্দ্রীয় নেতাকর্মীকে অবহিত করার পাশাপাশি পুলিশকেও জানানো হয়েছে। অপরদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের ইকরামুল হক টিটুর দাবি, কয়েকদিন আগে নগরীর দিঘারকান্দা ও শিকারিকান্দা এলাকায় আমার বেশ কিছু প্যানা ও বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। ধারণা করছি রাতের আঁধারে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

এদিকে জেলা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬ সালের ৩০ এপ্রিল ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। ওই দিন সম্মেলনস্থলে কমিটি ঘোষণা করা হয়নি। পরে ২০১৬ সালের ১০ অক্টোবর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী জহিরুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষণা করা হয়। ওই ঘোষণায় ১৪ বছর পর জেলা আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন হয়। মহানগর কমিটিতে সভাপতি এহতেশামুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহিত উর রহমানের নাম ঘোষণা করা হয়। সম্মেলন সফল করতে ১৩টি উপজেলা ও মহানগরের ৩৩টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দেবেন। সম্মেলনে বিপুল নেতাকর্মীর সমাগম ঘটাতে চায় দলটি।

সূত্র জানায়, ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী বেশ কয়কজন নেতা আলোচনায় আছেন। এবার সম্মেলনকে কেন্দ্র করে দুটি ইউনিট থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কমপক্ষে পাঁচজন করে প্রার্থী রয়েছেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগর সভাপতি পদে বর্তমান সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ, বর্তমান সহসভাপতি নাজিম উদ্দিন আহমদ এমপি ও ফারুক আহমদ খান আলোচনায় রয়েছেন। আর সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা হলেন মহানগরের সাধারণ সম্পাদক মাহিত উর রহমান শান্ত, বর্তমান জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ প্রমুখ।

এছাড়া মহানগরের সভাপতি পদে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগরের সহসভাপতি ইকরামুল হক টিটু, সভাপতি এহতশামুল আলম ও সাদেক খান মিল্কী টজু প্রার্থী হয়েছেন। আর সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান কমিটির সহসভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, যুগ্ম সম্পাদক হাসাইন জাহাঙ্গীর বাবু ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ। সম্মেলনস্থলে গিয়ে দেখা গেছে, বিশাল মাঠজুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেয়ার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। উদ্বোধন করবেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। এ ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে সভাপতিমণ্ডলীর সদস্য মো. আবদুর রাজ্জাকের, যুগ্ম সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী প্রমুখ।

জেলা কমিটির কয়েকজন নেতা বলেন, সম্মেলনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নেতারা ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ও তদবির করেছেন। তবে কারা নেতৃত্বে আসছেন, সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায় না। ওই নেতারা মনে করেন, আগামী নির্বাচন অনেকটাই চ্যালেঞ্জিং হওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে দলের জন্য সঠিক নেতৃত্ব খুব গুরুত্বপূর্ণ।

ডি- এইচএ