Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়কে নিজেদের সংখ্যালঘু না ভাবার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার ভোগ করবেন।’

তিনি বলেন, ‘আমরা চাই যে, আমাদের সকল ধর্মের মানুষ নিজেদের সমান অধিকার নিয়ে বসবাস করবে। এ দেশের মাটিতে সকলের সমান অধিকার। আমারও যতটুকু অধিকার, আপনাদের তো ততটুকু অধিকার আছে।’

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও চট্টগ্রামের জে এম সেন হলের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, ‘হিন্দু সম্প্রদায়কে বলব, আপনারা এ দেশের মানুষ। নিজেদেরকে সংখ্যালঘু মনে না করে আপনারা মনে করবেন, আপনারা এই দেশেরই নাগরিক। তাই, সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন এবং আমরাও সেভাবে আপনাদেরকে দেখতে চাই।’

তিনি বলেন, ‘কখনো নিজেদের মনে কোনো হীনমন্যতা নিয়ে আসবেন না। কারণ, আপনারা যারা এ দেশের নাগরিক, তারা সবাই দেশের মালিক এবং নাগরিক হিসেবে সকলের সমান অধিকার আছে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘এই আত্মবিশ্বাস নিয়ে যদি চলতে পারেন, তাহলে আর দুষ্টু লোকেরা কোনো ক্ষতি করতে পারবে না। আর দুষ্টু লোক সব ধর্মেই আছে। কাজেই এই ঐক্য ও বিশ্বাসটা সকলের মধ্যে থাকতে হবে এবং সেটা নিয়েই আপনারা চলবেন, সেটাই আমি চাই।’

তথ্যসূত্র: বাসস