Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ওদের চারটি কিন্তু আমাদের নেই, এটাই বড় পার্থক্য: তামিম

ওদের চারটি কিন্তু আমাদের নেই, এটাই বড় পার্থক্য: তামিম

ওদের চারটি কিন্তু আমাদের নেই, এটাই বড় পার্থক্য: তামিম

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে উড়তে থাকা বাংলাদেশকে যেন টেনে মাটিতে নামালো জিম্বাবুয়ে। সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে দলটি। খেলাশেষে টাইগার অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে হতাশাই ফুটে ওঠে।

হারারেতে স্বাগতিকরা টানা দুটি ম্যাচ জিতেছে যেন একই চিত্রনাট্যে। একই ভাবে দুটি জয়, দুটি ম্যাচেই জয়ের নায়ক সিকান্দার রাজা। অপরাজিত দুটি সেঞ্চুরি করে রাজার বেশে মাঠ ছেড়েছেন। রাজা একা নন, সেঞ্চুরির দেখা পেয়েছেন ইনোসেন্ট কাইয়া এবং রেগিস চাকাবা।

প্রথম ম্যাচে রাজা-কাইয়ার ১৯২ রানের জুটির পর দ্বিতীয় ম্যাচে রাজা-চাকাবার ২০১ রানের জুটি। দুটিই জিম্বাবুয়ের রেকর্ড জুটি। জিম্বাবুয়ের ক্রিকেট সুদিনে ফেরার দারুণ রসদ বলা যায় এই দুইটা ম্যাচকে।

ম্যাচ শেষে তামিম বলেছেন, ‘আমার মনে হয় পার্থক্যটা এখানে, ওদের চারটি (সেঞ্চুরি)কিন্তু আমাদের নেই। এটাই বড় পার্থক্য।’ তামিম ইকবালের ব্যাটে ইনিংসের শুরুটা ছিল দারুণ। একপ্রান্তে দাঁড়িয়ে একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে তুলে নেন অর্ধশতক। যদিও এর বেশি লম্বা করতে পারেননি ইনিংস।

তামিমের বিদায়ের পর বদলে যায় দৃশ্যপট। যদিও মাহমুদউল্লাহ রিয়াদের ৮০ আর আফিফ হোসেনের ৪১ রানের ইনিংসে ২৯১ রানের লড়াই করার পুঁজি পায়। তামিম বলেন, ‘ভালো একটা স্কোর গড়েছিলাম। শুরুটা ভালো হয়েছিল, কিন্তু চালিয়ে যেতে পারেনি।’