Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ucb stock regular

মাঝ পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে চারটি ফেরি। ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

সোমবার (২ জানুয়ারি) ভোর ৫টার দিকে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে, এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশার তীব্রতার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দিক-নির্ণয় করতে সমস্যা হওয়াতে চারটি ফেরি মাঝ পদ্মা নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে। বর্তমানে এ রুটে ছোট বড় ১২টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে এবং অপেক্ষাকৃত যানবাহনগুলো সিরিয়ালি পার করা হবে বলেও জানান তিনি।

LankaBangla securites single page

অর্থসূচক/এএইচআর