Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ফাইনালে আসছেন গাঙ্গুলি

চলমান নারী এশিয়া কাপের ফাইনাল দেখতে সিলেটে আসবেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। এ ছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ থাকবেন। 

১ অক্টোবর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ শুরু হয় এশিয়া কাপ-২০২২। ১৫ অক্টোবর হবে ফাইনাল ম্যাচ। ফাইনাল উপভোগের পর সৌরভ গাঙ্গুলি-জয় শাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন তারা।

এসিসির একটি সূত্র রাইজিংবিডিকে সৌরভের আসার বিষয়টি নিশ্চিত করেছে।

এসিসির প্রেসিডেন্ট হিসেবে জয়ের এমনিতেই আসার কথা ছিল। সৌরভের আসা টুর্নামেন্টে বাড়তি মাত্রা যোগ হবে। এসিসি সূত্র বলছে, ‘ফাইনালে সৌরভ ও জয় দুজনেরই আসার কথা রয়েছে। তারা পুরস্কার দেবেন। এ ছাড়া ম্যাচ উপভোগ করবেন।’

ইতিমধ্যে সৌরভের সিলেটে আসার বিমানের টিকিট কাটা হয়ে গেছেও বলে সূত্রটি জানিয়েছে। এ ছাড়া আয়োজক বোর্ড বিসিবির একজন কর্তাও রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি যতদূর জানি সৌরভ গাঙ্গুলি আসবেন। এই নিয়ে আলোচনা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আমি বলতে পারছি না। এটা এসিসি জানাবে।’

এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ছেলেদের এশিয়া কাপের ফাইনালে উপস্থিত ছিলেন সৌরভ। ছিলেন পুরস্কার বিতরণীতেও। তারই ধারাবাহিকতায় এবার আসছেন সিলেটে।