Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

প্রবাসে পূজা, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালিয়ানা

প্রবাস জীবনের নানান অভিজ্ঞতা আমার থাকলেও এবারই প্রথম দুর্গাপূজা উদযাপনের একটা অভিজ্ঞতা হলো। প্রবাসে আমি ঈদ করেছি; কুরবানি দিয়েছি; খ্রিস্টানদের বড়দিনের অনুষ্ঠান করেছি; এমনকি বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে যোগ দেয়ার অভিজ্ঞতাও আমার আছে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন আঙ্গিকে এসব অনুষ্ঠান দেখার, উদযাপন করা এবং অংশ নেয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। কিন্তু এবার প্রথমবারের মতো অংশ নিলাম শারদীয় দুর্গোৎসবে। তাও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডিসিতে। অক্টোবরের ২ তারিখ এ পূজার আয়োজন করে ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় বসবাসকারী বাঙালিদের উদ্যোগে। এখানে সচেতনভাবে বাঙালি শব্দটা ব্যবহার করেছি কারণ এখানে প্রচুর কলকাতার বাঙালিও অংশ নিয়েছে। তাই এটা কেবল বাংলাদেশের বাঙালিদের আয়োজন নয়। অক্টোবরের ১ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার অ্যালামনাই বড় ভাই এবং ঢাবির ফার্মাসি বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থী, সুমন চৌধুরী, যিনি এ অনুষ্ঠানের একজন অন্যতম আয়োজক, আমাকে ফোন করে আমন্ত্রণ জানালেন। পূজার আরেকজন অন্যতম উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমার ছাত্র জুয়েলও আমাকে আমন্ত্রণ জানায়। আমি অত্যন্ত সাগ্রহ সহকারে অনুষ্ঠানে যোগ দিলাম। আরো একটি মজার ব্যাপার হচ্ছে- যেখানে দুর্গাপূজার মূল অনুষ্ঠান হচ্ছিল, তার একটু দূরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় অবস্থান করছিলেন। ফলে আমার ভেতর একটি ‘হোমলি’ ফিলিং কাজ করছিল। ঢাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওয়াশিংটনে এসে পৌঁছালাম মাত্র দুদিন আগে; তখনো ‘জেটল্যাগ’ (দিবারাত্রির জটিলতা) কাটেনি, তাই ঘুমানোটাই যেখানে উত্তম ছিল, সেখানে এ আমন্ত্রণ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করলাম এবং ২ অক্টোবরের দুর্গাপূজা অনুষ্ঠানে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলাম। জেনে নিলাম অনুষ্ঠানের ‘ড্রেস কোড’। সে অনুযায়ী লাল পাঞ্জাবি পরে সময়মতো হাজির হলাম। একটি বিরাট হোটেলের একটি হলরুমে পূজামণ্ডপ তৈরি করা হয়েছে। সাজানো, গোছানো, আলোকসজ্জা দেখে বোঝার উপায় নেই এটা একটি প্রবাসের পূজামণ্ডপ। আয়োজকরা সর্বাত্মক প্রচেষ্টায় প্রবাসে বসে এ রকম একটি সুন্দর পূজামণ্ডপ তৈরি করতে পেরেছে দেখে আমি রীতিমতো মুগ্ধ। ঢোলক বাদকের অসাধারণ বাজনা আর ঠাকুরের চমৎকার মন্ত্রপাঠ শুনে এবং দেখে মনে হচ্ছিল যেন ঢাকেশ্বরী মন্দিরে পূজার অনুষ্ঠানে এসেছি।
হলরুমে ঢোকার আগে বোঝার উপায় নেই যে, এখানে কোনো দুর্গাপূজার উৎসব হচ্ছে। আমেরিকার সাধারণ মানুষের যে জীবনাচার তাতে বোঝার উপায় থাকে না যে, ২০ গজের ভেতরেই একটি সর্বজনীন দুর্গাপূজার আয়োজন চলছে। আমি যখন হলরুমে ঢুকলাম, লাল শাড়ি আর লাল পাঞ্জাবির মেলবন্ধনে দেবী দুর্গার আরাধনায় মত্ত পুণ্যার্থীদের সমাবেশ দেখে আমি রীতিমতো অবাক। চতুর্দিকে রঙের ছড়াছাড়ি। অনেক পরিচিত জনের সঙ্গে দেখা হলো; কথা হলো। আয়োজকদের অনেকে আমাকে এগিয়ে এসে স্বাগত জানালেন। প্রবাসে বসে মনে হচ্ছিল এক খণ্ড বাংলাদেশ। নানান বয়সের মানুষের সমাবেশ দেখলাম। বয়োবৃদ্ধরা যেমন এসেছেন, তেমনি এসেছে তরুণ-যুবারাও এবং ছিলেন শিশু-কিশোররা। যারা আমেরিকায় জন্ম নিয়েছেন এবং আমেরিকার সংস্কৃতিতে বেড়ে উঠছেন, তাদের দেখলাম ভিন্ন এক আবেগ নিয়ে অনুষ্ঠানে অংশ নিচ্ছে শাড়ি-ব্লাউজ পরে কিংবা সালোয়ার-কামিজ পরে, কপালে টিপ দিয়ে এবং ছেলেরা পায়জামা-পাঞ্জাবি পরে। সাজসজ্জায় গোটা হলরুম ছিল এক খণ্ড বাংলাদেশে। সঙ্গে যোগ দিয়েছেন কলকাতার অসংখ্য বাঙালি সনাতন ধর্মাবলম্বী। আরো লক্ষণীয় বিষয় ছিল, প্রত্যেকে যে যা পারে রান্না করে নিয়ে এসেছে। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, ভাজি, ভর্তা, সবজির পাশাপাশি ছিল নানান পদের পিঠা, লুচি, পায়েস, সন্দেশ, মিষ্টি আরো কত কী! আয়োজকদের পক্ষ থেকে চমৎকার সব খাওয়ার আয়োজন ছিল কিন্তু অংশগ্রহণকারীদের নিজস্ব রান্নাবান্নায় ভরপুর ছিল পূজার আয়োজন। দুপুরের খাওয়ার পর বিকালের নাস্তা ছিল ছোলা/বুটের ডালের সঙ্গে লুচি, নারকেলের নাড়– আর নানান পদের মিষ্টি। আর রাতে জন্য আয়োজন ছিল সাদা ভাতের সঙ্গে নানান পদের তরি-তরকারি। মিষ্টি, দই, সন্দেশ আর নানান পিঠা-পুলি তো ছিল সবসময়ের খাওয়ার জন্য সাজিয়ে রাখা। হোটেল থেকে সরবরাহ করা হয়েছে সৌজন্য কপি, চা এবং বিভিন্ন প্রকারের জুস। সকালে পূজা পর্ব শেষ করে বিকালে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বে আমেরিকাতে জন্মগ্রহণকারী শিশু-কিশোরদের পরিবেশনা। পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠা আজকের প্রজন্মের ছেলেমেয়েরা প্রবাসে বাঙালি সংস্কৃতির এত সুন্দর করে উপস্থাপন করেছে যে, আমার চোখে পানি চলে এসেছে। নাচ-গানে-আবৃত্তি-শ্রæতিনাটকে সাজানো ছিল আয়োজন। এত চমৎকার আয়োজন আমাকে সত্যিই মুগ্ধ করেছে। সিনিয়রদের অনুষ্ঠান ছিল আরো মনোমুগ্ধকর। ভাটিয়ালি, পল্লীগীতি, আধুনিক বাংলা গানের অসাধারণ সব প্রদর্শনী দেখলাম। আমার ছাত্র জুয়েল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের সাংস্কৃতিক কর্মী ছিল। সুন্দর গান করত। এত বছর পর এসেও চমৎকার সুন্দর দুটি গান করল। খুবই সুন্দর। সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল কালাচাঁদ সরকার দাদার গান। উনি বাংলাদেশে বেতার এবং টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী।
ছোটবেলায় আমরা যে গানগুলো কালাচাঁদ সরকার দাদার কণ্ঠে রেডিওতে শুনতাম তার গান ওয়াশিংটন ডিসিতে পূজার অনুষ্ঠানে শুনে আমি একইভাবে মুগ্ধ হয়েছি। পরপর কয়েকটি গান করে উনি শেষ করলেন ‘স্বাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী’। সব মিলিয়ে অসাধারণ আয়োজন।
এ পুরো দুর্গাপূজার অনুষ্ঠানের চারটি বিষয় আমি এখানে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে করি। এক. এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের ছেলেমেয়ের মধ্যে দেশি সংস্কৃতির সঙ্গে একটা চমৎকার সংযোগ ঘটানো সম্ভব হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো এবং একটা আত্মার মেলবন্ধ স্থাপন করানো ছিল প্রবাসে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক। দুই. দুর্গাপূজা একটি সর্বজনীন উৎসব, সেটা প্রবাসে এসেও নতুন করে আমার মধ্যে একটা নবোপলব্ধি দিয়েছে। আমি দেখলাম ওয়াশিংটন-মেরিল্যান্ড-ভার্জিনিয়ার এ পূজায় হাজির হয়েছে হিন্দু সনাতন ধর্মাবলম্বীর বাইরেও অনেক মুসলিম, খ্রিস্টান ও বড়–য়া। আমি জানতে পারলাম যে, পুরো পূজা অনুষ্ঠানের যে ঢোলক বাজিয়েছেন তিনি একজন মুসলিম। আরতি দেয়ার সময় যে কাঁসার বাজিয়েছেন তিনি একজন মুসলিম (সেলিম)। পুরো অনুষ্ঠানে যিনি তবলা বাজিয়েছেন তিনি একজন বৌদ্ধ (আশীষ বড়–য়া)। এভাবে পুরো অনুষ্ঠানটা একটি ধর্মনিরপেক্ষতার চমৎকার উদাহরণ। ‘ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার’। ওয়াশিংটনস, ডিসির এ পূজা আমাকে নতুন করে সেটা মনে করিয়ে দিয়েছে। তিন. এখানে প্রচুর কলকাতার মানুষ যোগ দিয়েছেন। আমার সঙ্গে অনেকের কথা হয়েছে। অনেকের কথা শুনে মনে হয়েছে, বিশ্বায়নের এ যুগে, মানুষের অবাধ গমনাগমনের এ কালে সংস্কৃতির কোনো বর্ডার নেই, ভাষার কোনো সুনির্দিষ্ট রাষ্ট্র নেই (কারণ সবাই বাংলা ভাষায় কথা বলছেন) এবং উৎসবের কোনো সীমান্ত নেই। ওয়াশিংটন, ডিসির এ পূজা বাংলাদেশ-ভারতকে যেন এক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। চার. আমি অনেক আমেরিকানদের দেখেছি এ অনুষ্ঠানে শাড়ি আর পাঞ্জাবি পরে যোগ দিয়েছেন। অনেকের সঙ্গে কথা হলো। জানলাম অনেক বাঙালি মেয়ে আমেরিকান ছেলেকে বিয়ে করেছে আবার অনেক বাঙালি ছেলে আমেরিকান মেয়েকে বিয়ে করেছে। তারাও তাদের স্বামী বা স্ত্রীকে লাল পাঞ্জাবি বা লাল শাড়ি পরিয়ে পূজার অনুষ্ঠানে নিয়ে এসেছে। নিজেদের পার্টনারদের বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য এটা একটা চমৎকার পরিসর হিসেবে কাজ করেছে।
পরিশষে বলব, ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় প্রচারিত একটি টিলি চ্যানেলের (এনআরবি) সাংবাদিক সাদিয়া প্রবাসের এ দুর্গাপূজায় অংশ নেয়া নিয়ে আমার অনুভূতি জানতে চেয়ে একটা ইন্টারভিউ নিয়েছে। সাদিয়াকে যা বলেছিলাম, সেটা বলেই আজকের লেখা শেষ করছি : ‘ওয়াশিংটন, ডিসির দুর্গাপূজার অনুষ্ঠানে এসে আমি বারবার আমার দেশকে অনুভব করেছি। আমার ধর্মনিরপেক্ষ জাতিসত্তার অস্তিত্বকে উপলব্ধি করেছি নতুন চেতনায়। এবং প্রবাসেও বাঙালি সংস্কৃতির একটা দারুণ প্রতিবিম্ব দেখতে আমি পেয়েছি। প্রবাসেও বাস করে দেশ। এবং এ কৃতিত্ব অবশ্যই প্রবাসী বাঙালিদের।’

ড. রাহমান নাসির উদ্দিন : নৃবিজ্ঞানী ও অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
[email protected]