Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

‘প্রথম দিনেই দর্শক রেসপন্স ভালো পেয়েছি’

সম্প্রতি মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক শান্ত খানের ‘বিক্ষোভ’। এই সিনেমায় ওপার বাংলার শ্রাবন্তীর বিপরীতে তাকে দেখা গেছে। বিগ বাজেটের এই সিনেমা কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে?

শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ এমন এক সময়ে মুক্তি পেল যখন করোনা পরবর্তী সময়ে বাংলা সিনেমা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এ প্রসঙ্গে শান্ত খান রাইজিংবিডিকে বলেন, ‘আমার সিনেমার রেসপন্স খুবই ভালো। করোনার পর ঈদের সিনেমা ছাড়া যেসব সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সব থেকে বেশি কালেকশন হয়েছে আমার সিনেমায়। প্রথম দিনেই দর্শক রেসপন্স ভালো পেয়েছি। সবাই প্রশংসা করেছে। দর্শকের ভালোবাসা পাচ্ছি এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

সিনেমাটিতে নিজের চরিত্র প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমি একজন শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছি। এতে দেখানো হবে আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে পথে নামি। আমার সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সিনেমায় তিনি আমার শিক্ষক।’

কলকাতার প্রথম সারির নায়িকার সঙ্গে স্কিন শেয়ারের অভিজ্ঞতা জানতে চাইলে শান্ত বলেন, ‘শুটের আগের দিন রাতে আমার ঠিকমতো ঘুম হয়নি। শ্রাবন্তীর মতো বড় আর্টিস্টের সঙ্গে কাজ করব, আমাকে সে কীভাবে নেবে, এ নিয়ে চিন্তা কাজ করছিল। রনি ভাই সাহস দিয়েছেন। সেটে গিয়ে দেখলাম তিনি (শ্রাবন্তী) খুব ফানি। সেটটা মাতিয়ে রেখেছে। খুব কো-অপারেটিভ। আমি যে নতুন এটা বুঝতে দেয়নি।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, রাহুল দেব, শুভশ্রী কর এবং বাংলাদেশ থেকে অমিত হাসান, শিবা শানু, সাবেরী আলম, প্রয়াত সাদেক বাচ্চু, ডন, যাদু আজাদ, জামশেদ শামীম’সহ একঝাঁক তরুণ-তরুণী।