Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

সাকিবের হাতে সময় মাত্র আজকের দিনটি!

সাকিবের হাতে সময় মাত্র আজকের দিনটি!

সাকিবের হাতে সময় মাত্র আজকের দিনটি!

স্পোর্টস ডেস্ক : বেটউইনার নিউজের সঙ্গে চুক্তির ফলে জাতীয় দলেই খেলার সুযোগ হারাতে যাচ্ছেন- এটা এখন পুরোনো খবর। সাকিবের হাতে সময় মাত্র আজকের দিনটি! 

তবে সাকিব আল হাসান বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি রাখবেন নাকি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলবেন, সে সিদ্ধান্ত তাকে আজকের মধ্যেই জানাতে হবে। আজকের মধ্যে সিদ্ধান্ত জানাতে না পারলে, স্বাভাবিকভাবেই তিনি ছিটকে পড়বেন এশিয়া কাপ থেকে।

বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি ভঙ্গ না করলে সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটেরই কোনো সম্পর্ক থাকবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

তিনি সরাসরি বলে দিয়েছেন, ‘সাকিব ইস্যুতে দ্বিতীয় কোনো চিন্তা করার সুযোগ নেই। বিসিবি প্রথম দিকের মতো অটলই আছে। আমি যখন এসেছি বোর্ডে তখনই বলেছি এসব ইস্যুতে জিরো টলারেন্স। 

কোনোভাবেই বিসিবি এগুলো গ্রহণ করবে না। যে যেভাবেই এটাকে ব্যাখ্যা দিক বা না দিক। যে কারণে আশরাফুলের মতো খেলোয়ায়ড়কে আমাদের বাদ দিতে হয়েছে। সুতরাং এখানে কোনো সুযোগ নেই।’

বেটিং কোম্পানির সঙ্গে চুক্তির কারণে আগেই কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল সাকিবকে। সেই চিঠির জবাব গতকালই (বুধবার) দেওয়ার কথা ছিল। কিন্তু সাকিব বুধবার সেই জবাব পাঠাননি।  বিসিবি সভাপতি জানিয়েছেন, জবাব নাকি আজ পাঠাবেন। এ নিয়ে বিসিবি সভাপতিকে সাকিব নিজেই জানিয়েছেন, বৃহস্পতিবার চিঠির জবাব পাঠাবেন। 

এ নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিবকে আমরা একটা চিঠি দিয়েছি। এর উত্তর আজকের মধ্যে পাওয়ার কথা। গতকালকের মধ্যেই পাওয়ার কথা ছিল; কিন্তু শুনেছি সে বলেছে আজকের মধ্যে দেবে। তো আজকের দিনটা অপেক্ষা করতে হচ্ছে।’

চিঠি পাওয়ার পরই সাকিবের সম্পর্কে সিদ্ধান্ত নেবে বিসিবি। নাজমুল হাসান পাপন বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমরা হাতে লিখিত কাগজ না পাব, আমরা যে চিঠি দিয়েছি, সেটার জবাব না পাব এবং সেটা সন্তোষজনক না হওয়া পর্যন্ত আমরা ওকে দলে নেওয়ার সুযোগ দেখি না।'

বাংলাদেশ দলের হয়ে খেলতে হলে কিংবা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকতে হলে অবশ্যই বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করতে হবে। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘(বেটিং সাইটের সঙ্গে) কোনোরকম সম্পৃক্ততা থাকলে সম্ভব নয়। 

সম্পূর্ণভাবে ওখান থেকে বের হয়ে আসতে হবে। নইলে আমাদের দলেই থাকবে না, অধিনায়কত্ব তো পরের ব্যাপার। দলে থাকারই সুযোগ নেই। এটা নিয়ে কোনো আলোচনারই সুযোগ নেই। সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া এবং আমাদের ভাবনায় আমরা পরিষ্কার।'

এমনকি বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল না করলে বোর্ডের সঙ্গেও সম্পৃক্ত থাকবে না বলে জানান পাপন। তিনি বলেন, ‘বোর্ডের সঙ্গেই কোনো সম্পর্ক থাকবে না (সাকিবের)। বেটিংয়ের সঙ্গে যার কোনোরকম সম্পর্ক আছে, এরকম কারও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না।’