Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

সার্বিয়াবধের পর সুইসদের সামনে পর্তুগীজ পরীক্ষা 

একবার এগিয়ে তো আরেকবার পিছিয়ে। প্রথমার্ধতেই হয়েছে চার গোল। শেষ পর্যন্ত বিরতি থেকে ফিরেই দেওয়া গোলের ব্যববধানে শেষ হাসি হেসেছে সুইজারল্যান্ড।

শুকব্রার রাতে স্টেডিয়াম ৯৭৪-এ সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। স্কোরলাইন দেখেই স্পষ্ট ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ২০০৬ থেকে সুইজারল্যান্ড গ্রুপপর্বে ১৫ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে হেরেছে।

এই জয়ে ব্রাজিলের সঙ্গে শেষ ষোলোতে উঠেছে সুইজারল্যান্ড। নক আউট পর্বে তাদের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

সার্বিয়ানরা এখন পর্যন্ত ৪টি বিশ্বকাপ খেলে সবকটিতেই ব্যর্থ। আর এটাই প্রথম বিশ্বকাপ যেখানে তারা কোনো ম্যাচই জয় পায়নি। অন্যদিকে দারুণ সময় যাচ্ছে

সুইসদের। ২০১৪ সাল থেকে ৫টি  বড় টুর্নামেন্টে ফ্রান্সের পর সুইজারল্যান্ড একমাত্র দল যারা নকআউট পর্বে নাম লিখিয়েছে। 

অথচ এই ম্যাচে জিততে পারতো যে কোনো দলই। গ্রুপ জির অপর ম্যাচে মাত্র ১ গোলে ব্রাজিল হারলেও এই ম্যাচে হয়েছে গোল উৎসব। ২০ মিনিটে জর্দান শাকিরি গোলের খাতা খোলেন।

৬ মিনিট না যেতেই মিত্রোভিচের শটে গোলশোধ করে সমতা আনে সার্বিয়া। ৯ মিনিট পর আবার সার্বিয়ান শিবিরে উল্লাস। এবার ডুসান দলকে এগিয়ে দেন। কিন্তু বেশিক্ষণ এই উদযাপন করতে পারেনি সার্বিয়া। 

বিরতিতে যাওয়ার ১ মিনিট আগে এম্বোলো সমতা আনেন। বিরতির পর ৩ মিনিট না যেতেই রেমোর গোলে লিড নেয় সুইসরা। বিরতির আগে পরের দুই গোলে পার্থক্য গড়ে দেয়। সার্বিয়া আর কোনো গোল শোধ করতে পারেনি। এবার সুইসদের সামনে পর্তুগীজ পরীক্ষা।