Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

শাহজাদপুরে আ’লীগের দলীয় কার্যালয়ে বোমা হামলা মামলায় যুবদল নেতা গ্রেফতার

Sirajgonj news
Sirajgonj news

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পরে তাকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোমা হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে শাহজাদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের দ্বাবারিয়া গ্রামের তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একই মামলায় গাড়াদহ ইউনিয়ন বিএনপির সদস্য সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর উপজেলার গাড়াদহ ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যালয়ে বোমা হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনা ঘটে।ন আ.লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ ২৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২০০/২৫০ জনের নামে মামলা করেন।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, অজ্ঞাত আসামী হিসেবে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ কে গ্রেফতার করা হয়। পরে তাকে শাহজাদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।