Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

‘শিরোপা জিততেই হবে’, বাবরদের রমিজ

ucb stock regular

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ছিল পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে ভারতকে প্রথমবার হারানোর পর স্বপ্ন বুনতে শুরু করেছিল দেশটির সমর্থকরা। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদেরকে। তবে এবারের বিশ্বকাপে শিরোপা ঘরে তুলতে চায় পাকিস্তান। বাবর আজমের দলের কাছে যেকোন মূল্যে ট্রফি চান রমিজ রাজা।

টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা চার দলের একটি হলেও পাকিস্তানকে দুর্ভাবনায় ফেলতে পারে ভঙুর মিডল অর্ডার। বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ওপেনিং জুটি ভাঙলেই বিপাকে পড়তে হয় তাদের। যার প্রমাণ মিলেছে সর্বশেষ এশিয়া কাপে। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে নিজেদের মেলে ধরতে পারছেন না ইফতিখার আহমেদ ও খুশদিল শাহর মতো মিডল অর্ডার ব্যাটাররা।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতেও মিলেছে এমন প্রমাণ। রিজওয়ান একাই ৮৮ রান করলেও বাকি কোন ব্যাটারই তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি। এদিকে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন পরীক্ষাই দিতে হবে পাকিস্তান। তাদের গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, সাউথ আফ্রিকা ও বাছাই পর্ব পেরিয়ে আসা দুই দল। তবে এসব ছাপিয়ে রমিজের ভাবনায় কেবলই শিরোপা জয়।

LankaBangla securites single page

জিও টিভিকে দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি বলেন, ‘আমি আমার দলকে বলেছি যে আমাদের (শিরোপা) জিততেই হবে। বিষয়টা খুব সহজ, কারণ মানুষ আমাদের সবসময় জিততে দেখতে চায়। তাই, তারা হেরে গেলে আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমি হারতে অপছন্দ করি। পাকিস্তানকে হারতে দেখলে আমার চারপাশের লোকজনকে মারতে ইচ্ছা করে। দর্শক হিসেবে আমি আসলে ভালো নই। (দল হারলে) আমি সবার প্রতি রূঢ় আচরণ করি, এ কারণে বাড়িতে আমাকে বকা শুনতেও হয়।’

অর্থসূচক/এএইচআর