Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

শুভ জন্মদিন নায়ক জাফর ইকবাল

ঢাকাই সিনেমার চিরসবুজ নায়ক জাফর ইকবালের জন্মদিন আজ। মৃত্যুর দীর্ঘ ৩০ বছর পরেও দর্শক হৃদয়ে উজ্জ্বল হয়ে আছেন তিনি। বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের মধ্যে অন্যতম জাফর ইকবাল একাধারে ছিলেন নায়ক, গায়ক ও মুক্তিযোদ্ধা।

১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকায় জন্মেছিলেন এ নায়ক। সংস্কৃতিমনা পরিবার ছিল জাফর ইকবালের। কিংবদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ তার ছোট বোন। বড় ভাই আনোয়ার পারভেজ বিখ্যাত সংগীত পরিচালক। মাত্র ১৬ বছর বয়সে ১৯৬৬ সালে নিজের একটি ব্যান্ড গড়ে তোলেন জাফর ইকবাল।

বন্ধু ফারুক, তোতা ও মাহমুদকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তোলেন ব্যান্ড দল রোলিং স্টোন। ভালো গিটার বাজাতেন, কলেজের যেকোনো অনুষ্ঠানেই গিটার বাজিয়ে গাইতেন প্রিয় শিল্পী এলভিস প্রিসলির গান।

ব্যান্ড গড়ে তোলার পর তার প্রথম গাওয়া গান ছিলো পিচ ঢালা পথ। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে সুখে থেকো ও আমার নন্দিনী হয়ে কারও ঘরনি, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, হয় যদি বদনাম হোক আরও অন্যতম। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া আপন পর দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন জাফর ইকবাল। খান আতাউর রহমান পরিচালিত এ ছবিতে তার সঙ্গে ছিলেন কবরী।

জাফর ইকবাল অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ভাই বন্ধু, চোরের বউ, অবদান, সাধারণ মেয়ে, একই অঙ্গে এত রূপ, ফকির মজনুশাহ, দিনের পর দিন, অংশীদার, মেঘবিজলী বাদল, সাত রাজার ধন, আশীর্বাদ, অপমান, এক মুঠো ভাত, নয়নের আলো, ওগো বিদেশিনী, নবাব, প্রতিরোধ ইত্যাদি।

এনজে