জামালপুরের সরিষাবাড়ীতে গভীর জলাশয় থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
সরিষাবাড়ী থানার এসআই আশরাফুল আলম জানান, সকালে স্থানীয় লোকজন আদ্রা গ্রামে গভীর জলাশয়ে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে লাশ দেখার জন্য শতশত মানুষ গভীর জলাশয়ের চারপাশে ভিড় করে। পরে খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।
এসআই আশরাফুল আরও জানান, ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে লাশটি পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।