Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

‘তথ্য না দেওয়ার মানসিকতা দূর করতে হবে’

‘তথ্য-প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’- প্রতিপাদ্যে নিয়ে রাজশাহীতে তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষ্যে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। 

সভায় তথ্য না দেওয়ার ঔপনিবেশিক মানসিকতা দূর করতে হবে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, ‘আমরা সুন্দরভাবে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে জবাবদিহিতা ও স্বচ্ছতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে পারি। তথ্য পাওয়া জনগণের একটি মৌলিক অধিকার। জনগণের অনেকগুলো অধিকারের মধ্যে সঠিক তথ্য পাওয়া অন্যতম অধিকার। একজন কী কী অধিকার ভোগ করতে পাবরে, রাষ্ট্র কী কী অধিকার তার জন্য নিশ্চিত করেছে সে সম্পর্কে জানার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন- ‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই’ তখন থেকেই অধিকার শব্দটি আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে। দীর্ঘ ২৪ বছর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী আমাদেরকে অধিকারবঞ্চিত করে রেখেছিল। এখন আমরা সব মৌলিক অধিকার ভোগ করতে পারছি। কিন্তু, এখন এর সঙ্গে ডিজিটাল ও আধুনিক বাংলাদেশে তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। এটা থেকে আমরা খুব বেশি দূরে নেই। সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রবর্তন করেছে- এই আইনটি জবাবদিহিতা নিশ্চিত করবে। সরকারি প্রতিষ্ঠান বা সরকারের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠান কী ভাবে কাজ করছে, তা এই আইনের মাধ্যমে দেশের একজন নাগরিকের জানার সুযোগ তৈরি করেছে।’

বিভাগীয় কমিশনার বলেন, তথ্য অধিকার আইন প্রয়োগ করে আমরা আটটি প্রতিষ্ঠান ছাড়া সরকারের নিয়ন্ত্রণাধীন অন্য অফিসগুলো থেকে জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারি। যদি কোনো অফিস তথ্য না দেয়, তা হলে সেটা এই আইনের অধীনে অপরাধ বলে গণ্য হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও তথ্য কমিশনে আবেদনের সুযোগ রয়েছে।’

অনুষ্ঠানে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. অলিউল আলম মূল প্রবন্ধ উপস্থান করেন।

জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রশিদুল হাসান ও জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।