Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

যে কারণে পুতিনের সঙ্গে আলোচনা চান না জেলেনস্কি

ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চলে রাশিয়ার অন্তর্ভুক্তিকরণ প্রশ্নে ‘গণভোট’ অনুষ্ঠানের পর মস্কোর সঙ্গে কিয়েভের আর আলোচনায় বসার আগ্রহ নেই।

মঙ্গলবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এমন কথা বলেন। খবর এএফপির।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, স্বাভাবিকভাবে প্রহসনের এ গণভোটের প্রতি রাশিয়ার স্বীকৃতি তথাকথিত ক্রিমিয়া দৃশ্যপটের বাস্তবায়ন। এটি ইউক্রেনের ভূখণ্ড অন্তর্ভুক্তির আরেকটি প্রচেষ্টা। এ ব্যাপারে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসে কোনো লাভ নেই।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সারাবিশ্বের চোখের সামনে রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড দখলে নিতে তথাকথিত সরাসরি প্রহসনের গণভোট করছে। অস্ত্রের মুখে লোকজনকে সংবাদমাধ্যমের সামনে দাঁড় করিয়ে গণভোটের পক্ষে ফলাও করে খবর পরিবেশন করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রহসনের নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে সেখানে ব্যাপক অনিয়মের আশ্রয় নেওয়া হয়। জেলেনস্কি বলেন, পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি রাশিয়ার কর্মকর্তা অপপ্রচারকারীদের একেবারে একটি বানানো গল্প।