মুন্সীগঞ্জের গজারিয়ায় মারামারি ও এক যুবকের হাত কাটার ঘটনায় দায়ের করা মামলায় মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলা আমলি আদালত-৫-এ জামিন আবেদন করলে বিচারক মুক্তা মন্ডল তার আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ৯ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাও গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র শাহজান চেয়ারম্যানের সর্মথকরা প্রতিপক্ষ আজিমউদ্দিন সর্মথকদের ওপর হামলা চালায়। হামালায় রুবেল (৩২) নামের একজনের হাতের কবব্জি বিছিন্ন করা হয়। এ ছাড়া গুরুতরভাবে আহত করা হয় কবির (২২) নামের একজনকে।
এ ঘটনার দুদিন পর শুক্রবার সন্ধ্যায় আহত রুবেলের স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে শাজাহন খানকে প্রধান আসামি করে ২৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে ২০ জন কারাগারে ছিল। আজ মঙ্গলবার শহজাহান খান আটক হন। ফলে এ মামলায় মোট ২৪ আসামির মধ্যে ২১ জন আটক হলো।