বিশ্বজুড়ে প্রতিদিন বহু মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। অসুস্থ অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছে আরও বহু মানুষ। গ্রোভার উইলসেন নামে এমনই একজন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি। তার শরীরে লাগানো নল, নাকে অক্সিজেন মাস্ক। তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ওই
হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। তাদের কাজকে শ্রদ্ধা জানাতেই আইসিইউতে বসেই হাতে ভায়োলিন তুলে নিয়েছেন গ্রোভার উইলসেন।
জানা গেছে, ভায়োলিন বাজিয়ে সবাইকে শ্রদ্ধা জানান গ্রোভার উইলসেন। তিনি কথা না বলেও কাঁদিয়েছেন অনেককে। এই ভিডিও শেয়ার হয়েছে টুইটারে, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে অনলাইন দুনিয়ায়।
হাসপাতালের নার্স সিয়ারা স্যাস বলেছেন, তিনি সত্যই বিশেষ মানুষ। তিনি আমাদের সবার জন্য নিদর্শন রেখেছেন। ভায়োলিন বাজানো শেষে আমি যখন রুমে কাঁদতে শুরু করি, তখন তিনি আমাকে লেখেন, কান্না করো না। শুধু হাসো।