ঢাকার মার্কিন দূতাবাসের বিপরীতে আমেরিকান সেন্টারের কাছে দুই ব্যক্তির ফেলে যাওয়া ব্যাগ থেকে বোমাসদৃশ্য একটি বস্তু ও চাকু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই দুই ব্যক্তি ভাটারা থানার পেছনে অবস্থিত একতলা ভবনের প্রবেশপথে একটি কালো ব্যাগ ফেলে যায়। খবর পেয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা এসে ব্যাগটির ভেতর থেকে একটি বোমাসাদৃশ বস্তু উদ্ধার করে। পরে সেটি পরীক্ষা করে এর ভেতরে একটি চাকু ও হুমকিসংবলিত চিরকুট পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক বিভাগের উপকমিশনার আশরাফুল ইসলাম জানান, আমেরিকান সেন্টারের প্রবেশপথ দিয়ে দুটি গাড়ি ঢুকছিল। সেখানে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে কারণ জানতে চান। তাদের একজনের হাতে কালো রঙের ব্যাগ ছিল। নিরাপত্তাকর্মীদের প্রশ্নের মুখে ওই ব্যাগ ফেলে দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। ব্যাগের ভেতর কালো স্কচটেপে মোড়ানো একটি কৌটাসদৃশ বস্তু ছিল। কৌটার ভেতরে বালু ও কিছু তার পাওয়া গেছে, কিন্তু বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দূতাবাস ভবন
বেশ দূরে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুই যুবক কালো রঙের ব্যাগটি রেখে গেছে। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপকমিশনার রহমতউল্লাহ চৌধুরী বলেন, উদ্ধারকৃত বস্তুটি একটি ভুয়া বোমা। ব্যাগে বোমাসদৃশ বস্তুর ভেতরে আমরা একটি চাকু পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছেÑ কারা, কী উদ্দেশ্যে এটি ফেলে গেছে।
এদিকে আমেরিকান সেন্টারের পাশে বোমাসদৃশ বস্তু উদ্ধারের পর মার্কিন দূতাবাস, কর্মকর্তাদের বাসভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।