Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

অবিশ্বাস্য, মাত্র ৯ বলে ৪০ রান!

অবিশ্বাস্য, মাত্র ৯ বলে ৪০ রান!

অবিশ্বাস্য, মাত্র ৯ বলে ৪০ রান!

স্পোর্টস ডেস্ক: বঙ্গোপসাগরে গত দুদিন ধরে প্রভাব বিস্তার করেছিল ঘূর্ণিঝড় হামুন। সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১০৪ কিলোমিটার। সেই হামুন থেকে বেশ অনেকটা দূরেই দিল্লির অবস্থান। 

তবে ম্যাক্সওয়েল যা দেখালেন, তাতে ঘূর্ণিঝড় হামুনের প্রসঙ্গ আসা মোটেই অস্বাভাবিক না। অবিশ্বাস্য, বিশ্বকাপে নিজেকে হারিয়ে খোঁজা ম্যাক্সওয়েল নেদারল্যান্ডসের বিপক্ষে রীতিমত ঝড়ই তুলেছেন। 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংস যতই শেষের দিকে গিয়েছে, ম্যাক্সওয়েল ততই বিধ্বংসী রূপ ধারণ করেছেন। এমনিতেই বিগ হিটার হিসেবে খ্যাতি আছে এই অজি তারকার। 

নিজের প্রথম ২০ বলে ৩৪ রান তাই স্বাভাবিকই ছিল। এমনকি ২৬ বলে অর্ধশতকটাও ছিল ঠিকঠাক। ৩১ বলে ছিল ৬১। 

এরপরের নয় বলে রীতিমত ঝড় তুলেছেন ম্যাক্সওয়েল। এমন ঝড় ডাচদের রীতিমত উড়িয়ে নিয়ে গিয়েছে। সম্ভাবনাময় ম্যাচটা ছিটকে গিয়েছে পরের ৯ বলে। গুডলেন্থ, ফুল লেন্থ, অন দ্য স্লট, ওয়াইড ইয়র্কার কিংবা ফুলটস কোনো বলই রেহাই পায়নি তার তাণ্ডব থেকে। 

বাস ডি লিডের এক ওভারেই ম্যাক্সওয়েল নিয়েছেন ২৭ রান। ৩১ বলে ৬১ রানের পর থেকে ম্যাক্সওয়েলের রান ছিল এমন,  ‘ছয়, এক, ছয়, এক, চার, চার, ছয়, ছয়, ছয়’। এই নয় বলের ৫ বলেই ছিল ছয়ের মার। 

শেষ পর্যন্ত অবশ্য তার ইনিংস থেমেছে ৪৪ বলেই। ১০৬ রান করে বাউন্ডারি লাইনেই ক্যাচ দিয়েছেন তিনি। তবে ততক্ষণে দলের বড় পুঁজি নিশ্চিত হয়ে গিয়েছে তাদের। ৮ উইকেট হারিয়ে অজিরা জমা করেছে ৩৯৯ রান।