Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ভয়ানক রোগে মুখের এক পাশ অবশ জাস্টিন বিবারের: কেন হয় এই রোগ?

কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারকে দেখার সুযোগ পেলে ভক্তদের চোখের পাতা পড়ে না। আর বিশ্বখ্যাত এই গায়ক আজ নিজেই তার এক চোখের পলক ফেলতে পারছেন না। পারছেন না হাসতেও। তার মুখের এক পাশ অবশ হয়ে গেছে। ‘রামজে হান্ট সিনড্রোম’ নামে রোগে আক্রান্ত হয়েছেন তিনি। 

‘রামজে হান্ট সিনড্রোম’ বিরল একটি রোগ। এটি স্নায়ুর অসুখ। এতে মুখ এবং কানের স্নায়ুর ক্ষতি হয়। এ রোগে আক্রান্ত রোগীর মুখ পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পাশাপাশি শ্রবণশক্তিও চলে যেতে পারে।

‘রামজে হান্ট সিনড্রোম’ রোগ কেন হয়?

চিকেনপক্সে আক্রান্তদের মধ্যে বেশি দেখা দেয় এই রোগ, কারণ এটি একই ভাইরাসের কারণে হয়। চিকেনপক্স থেকে সুস্থ হয়ে উঠলেও ‘ভেরিসেলা জোস্টার’ নামক ভাইরাস শরীরে থেকে যায় এবং এটি ক্ষতিকারক নয়, যদি না পুনরায় সক্রিয় হয়ে উঠে।

মানসিক চাপ থেকে ভাইরাসটি পুনরায় যেকোনো সময় সক্রিয় হতে পারে এবং ‘দাদ’ নামক যন্ত্রণাদায়ক ফুসকুড়ির সৃষ্টি করে। যা ‘রামজে হান্ট সিনড্রোম’ রোগে রূপ নিতে পারে।

রামজে হান্ট সিনড্রোম হলো শিঙ্গলসের একটি জটিলতা, কারণ দাদটি কানের ভেতরের দিকে, কপালের স্নায়ুর উপরে এবং মুখের স্নায়ুতে প্রদাহ সৃষ্টি করে। এতে মুখের প্যারালাইসিস হয়। অর্থাৎ মুখের আক্রান্ত পাশ অবশ হয়ে যায় ও শ্রবণশক্তি নষ্ট হয়ে যায়।

রামজে হান্ট সিন্ড্রোমের উপসর্গ কী কী?

* মাথাব্যথা।

* কানব্যথা।

* মুখমণ্ডল অবশ হয়ে হওয়া।

* মাথা ঘোরা বা ভার্টিগো।

* শ্রবণশক্তি হ্রাস।

* চোখের শুষ্কতা বা চোখব্যথা।

* জিহ্বা, কান, মুখে ফুসকুড়ি বা তরল ভরা ফোস্কা।

রামজে হান্ট সিন্ড্রোমের চিকিৎসা কী?

যুক্তরাজ্যের ফেসিয়াল পালসি নামক একটি দাতব্য সংস্থার তথ্যমতে, রামজে হান্ট সিন্ড্রোমের সন্দেহভাজন রোগীদের উপসর্গ দেখা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে অ্যান্টিভাইরাল এবং স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া উচিত। ৭২ ঘণ্টার মধ্যে চিকিৎসা নিলে প্রায় ৭০ শতাংশ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। অন্যথায় সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ৫০ শতাংশ কমে যায়। 

তথ্যসূত্র: এবিসি নিউজ